Placeholder canvas
কলকাতা বুধবার, ২৬ জুন ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
RR vs PBKS: পঞ্জাবকে হারিয়ে রাজস্থান এখন তিন নম্বরে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২, ০৮:০৭:৪৭ এম
  • / ৩৫৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

শনিবার আবার একটি হাই স্কোরের ম্যাচ দেখল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। পঞ্জাবের ১৮৯ রান তাড়া করে ২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নিল রাজস্থান। আর এই জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে উঠে এল সঞ্জু স্যামসনের দল।

এই ম্যাচটি হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে পঞ্জাব। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে তারা। এই রানের জন্য বড় অবদান ওপেনার ইংল্যান্ড ব্যাটার জনি বেয়ারস্টো। তিনি করেন ৫৬ রান। ৪০ বলে খেলা এই ইনিংসটিতে ছিল – ৮টি চার এবং একটি ছয়।

এছাড়া, উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মা করেন ১৮ বলে অপরাজিত ৩৮ রান। আরেক ব্যাটার শ্রীলঙ্কার ভানুকা রাজাপাক্ষে করেন ১৮ বলে ২৭ রান। রাজস্থানের হয়ে স্পিনাররা সফল। সবচেয়ে সফল যুজবেন্দ্র চাহাল( ৩ /২৮)। এছাড়া প্রশিদ্ধ কৃষ্ণা ও রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট নেন।

জবাবে রাজস্থান রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে তুলে নিয়েছিল ৪৭ রান। এই ম্যাচে ১২ রান করে আউট হয়ে ফেরেন ওপেনার শিখর ধাওয়ান। এছাড়া ভানুকা রাজাপক্ষে ( ২৭ রান) , মায়াঙ্ক আগারওয়াল ( ১৫ রান ) ও লিয়াম লিভিংস্টোন ( ২২ রান) করে আউট হন।

আইপিএলে মাত্র চতুর্থ ম্যাচ খেলতে নামা যশস্বী জয়সওয়াল এই ম্যাচে যেন নিজেকে প্রমাণ করতে নেমেছিলেন। তিন ম্যাচে ২৫ রান করা জয়সওয়াল এদিন প্রথম ওভারেই ২টি চার ও এক ছক্কায় ১৪ রান তুলে ফেলেন। পরের দুই ওভারে এসেছিল ১২ রান। আর চতুর্থ ওভারটি ছিল বিনোদনে ঠাসা।

কাগিসো রাবাদার প্রথম বলে ছক্কা মেরে শুরু করেন জস বাটলার। পরের চার বলে তিনটি চারসহ আরও ১৪ রান নেন। ৫ বলে ২০ রান তুলেও যেন মন ভরেনি বাটলারের। শেষ বলটা ছিল ওয়াইড ইয়র্কার। স্কুপ করতে চেয়েছিলেন বাটলার। কিন্তু শরীর সময়মতো জায়গায় নিতে পারেননি। শর্ট থার্ডম্যানে রাজাপক্ষের ক্যাচ ধরে ফেরালেন ১৬ বলে ৩০ রান করা বাটলারকে। ৪৬ রানে প্রথম উইকেট হারাল রাজস্থান।

ব্যাটে ঝড় তুলে ১৬ বলে ৩০ রান করে ফেরেন বাটলার। এরপর ২৩ রানে স্যামসন ও ৩১ রানে আউট হন পাড্ডিকাল। আর ম্যাচের শেষ ওভারে শেষ পর্যন্ত ৩৮ রানে জিতেশ ও ৫ রানে রিশি ধাওয়ান অপরাজিত থাকেন।

অধিনায়ক সঞ্জু স্যামসন নেমে পাওয়ার প্লের মধ্যেই ১৫ রান তুলে নিয়েছিলেন। ৬ ওভার শেষে রাজস্থানের স্কোর ছিল: এক উইকেটে ৬৭ রান।

এর পর এ ম্যাচে হারা কঠিন ছিল। নবম ওভারে ফিরলেন স্যামসন (১২ বলে ২৩ রান)। তখনও দলের রানরেট ওভারে পিছু ১০ রানের ওপরে। দেবদূত পাড়িক্কালের জন্য এই দিনটি ভালো ছিল না। সেই কারণে রানরেট একটু পড়ে গেলেও , জয়সওয়াল চাপটা বাড়তে দিচ্ছিলেন না। সুযোগ পেলেই চার মেরে রানের গতি বাড়িয়ে নিয়েছেন। তাই তিনি ৩৩ বলে নিজের ৫০ রানের গণ্ডি পেরিয়ে যান। ১৪ ওভার শেষে রাজস্থানের রানরেট ছিল ঠিক ১০। পরের ওভারে অর্শদ্বীপের বল মাঠের বাইরে ফেলতে গিয়ে আউট হন জয়সওয়াল। তাঁর ইনিংসে ছিল ৪১ বলে ৬৮ রান। আর তাতে ছিল – ৯ চার ও ২ ছক্কা।

ম্যাচটি জিততে রাজস্থানের দরকার ছিল ৩৪ বলে ৪৯ রান। এমন অবস্থায় ক্রিজে আসেন শিমরন হেটমায়ার। অন্যদিকে পাড়িক্কাল। প্রথম ১০ বলে আসে ১০ রান। শেষ ৪ ওভারে দরকার ছিল ৩৯ রান।

অর্শদ্বীপের প্রথম ৩ বলেই দুই চারে ১০ রান তুলে নিয়ে ছিলেন হেটমায়ার। ১৭তম ওভার শেষে জয়ের লক্ষ্য দাঁড়াল ২৭ রান। ১৮তম ওভারের প্রথম বলে পাড্ডিকাল চার মারলেন, তৃতীয় বলে হেটমায়ারের ছক্কা। ওভার শেষ হল পাড্ডিকালের চারে।

এরপর দরকার ছিল ২ ওভারে ১১ রান। ক্রিজে তখন ১০ বলে ২২ রান করা হেটমায়ার ও ২৯ বলে ৩০ রান তুলে নেওয়া পাড্ডিকাল। এই অবস্থায় দুর্দান্ত এক ওভার করেন অর্শদ্বীপ। মাত্র ৩ রান দিয়েছিলেন। পঞ্চম বলে পাড্ডিকালকে (৩১ রান) আউটও করেন।

শেষ ওভারে দরকার ছিল ৮ রান। প্রথম বলেই ওয়াইড দিয়ে বসেন রাহুল চাহার। পরের বল লং অন উপর দিয়ে বল গিয়ে পড়ে গ্যালারিতে। পরের দুটি বল রান নিয়েই পারেননি হেটমায়ার। ওভারের চতুর্থ বলে লং অনে দিয়ে বল পাঠিয়ে ম্যাচ জিতিয়ে দেন ১৬ বলে ৩১ তোলা হেটমায়ার।

ছবি: সৌ টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫২৬ ২৭ ২৮ ২৯
৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার
বুধবার, ২৬ জুন, ২০২৪
বেআইনি টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ আরামবাগে
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিধানসভার সিঁড়িতে রাজ্যপালের অপেক্ষায় ধরনায় সায়ন্তিকা-রেয়াত
বুধবার, ২৬ জুন, ২০২৪
প্রায় ৩ মাস ধরে জলসঙ্কট, প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিরোধীরা দেশের মানুষের আওয়াজ, দলনেতার দায়িত্ব নিয়ে মন্তব্য রাহুলের
বুধবার, ২৬ জুন, ২০২৪
মিড ডে মিলের চাল চুরি, গ্রামবাসীদের হাতে পাকড়াও রান্নার কর্মী
বুধবার, ২৬ জুন, ২০২৪
সংসদে বক্তৃতায় স্পিকারকে নিয়ে আশার কথা শোনালেন মোদি
বুধবার, ২৬ জুন, ২০২৪
ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী
বুধবার, ২৬ জুন, ২০২৪
চলন্ত ট্রেনে মহিলার ব্যাগে শিশু, ধুন্ধুমার বিরাটি স্টেশনে
বুধবার, ২৬ জুন, ২০২৪
গুমোট গরমে নাজেহাল, কবে থেকে ভারী বৃষ্টি? 
বুধবার, ২৬ জুন, ২০২৪
লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা
বুধবার, ২৬ জুন, ২০২৪
সরকারি জমি দখলদারি রুখতে ছয় দফা নির্দেশিকা জারি
বুধবার, ২৬ জুন, ২০২৪
মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়াকে কটাক্ষ দিলীপের
শনিবার, ১৮ মে, ২০২৪
উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
শনিবার, ১৮ মে, ২০২৪
ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
শনিবার, ১৮ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team