বড়পর্দায় পুলিশের অবতারে কামাল করেছেন অজয় দেবগন। এবার তাঁকেই দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। সেখানেই এবার পুলিশের বেশে কামাল করবেন অজয়। অজয়ের সঙ্গেই ওটিটি-তে ডেবিউ করতে চলেছেন ইশা দেওল-ও। এর আগেও অজয়ের সঙ্গে ‘ম্যায় অ্যায়সা হি হুঁ’-তে জুটি বেঁধেছিলেন ইশা। বহুদিন আড়ালে থাকার পর ওটিটি প্ল্যাটফর্মেই কামব্যাক করছেন হেমা মালিনীর কন্যা। শোনা যাচ্ছে ক্রাইম ড্রামা ওয়েব সিরিজে দেখা যাবে অজয়- ইশাকে। সিরিজের নাম ‘রুদ্র- দ্য এজ অফ ডার্কনেস’। সিরিজ পরিচালনা করবেন রাজেশ মাপুস্কর। জনপ্রিয় ব্রিটিশ ওয়েব সিরিজ ‘লুথার’-এর রিমেক রুদ্র দ্য এজ অফ ডার্কনেস।
অজয়ের সঙ্গে অভিনয়ের সুযোগ দারুণ খুশি ইশা দেওল। একে এতদিন পর ক্যামব্যাক তাতে আবার অজয় দেবগনের মতো কো-স্টার ইশার আনন্দ আর ধরছে না। তাঁর মতে, সিরিজে এমন কিছু রয়েছে যা নিয়ে এর আগে ভারতে কোনও কাজ হয়নি। আনকোরা বিষয়ে অভিনয়ের সুযোগ পেয়ে ইশা নিজেকে ভাগ্যবান বলেই মনে করছেন। তাঁকে সিরিজে দেখে ফ্যানরাও খুশি হবেন তেমনই আশা ধরম পাজির কন্যার। পরিস্থিতি স্বাভাবিক থাকলে খুব শিগগিরই হয়তো শুরু হয়ে যাবে ‘রুদ্র-দ্য এজ অফ ডার্কনেস’-এর শ্যুটিংও।