হলদিয়া, ৪ মে : হলদিয়ার শিল্পতালুকে সিন্ডিকেট রাজ চলছে । তাই শিল্পের উন্নয়ন বা বিনিয়োগ হচ্ছে না । বুধবার হলদিয়ায় এসে এমনই মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনখড় । তাঁর আরও অভিযোগ, গত এক বছরে বাংলায় অশান্তি হয়েছে তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার । দেশের সংবাদ মাধ্যম তা তুলে ধরেনি বলে তিনি অভিযোগ করেন। এমন গুচ্ছ অভিযোগের পাশাপাশি বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে রাজ্যপালের বক্তব্য, “তাড়াহুড়ো করার কিছু নেই । এখন বিধানসভা বন্ধ। উনি বিধানসভায় আসতে পারেন, নিয়ম মেনেই শপথগ্রহণ হবে ।”
এ দিন পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তথা বন্দর শহর হলদিয়ায় সকাল ১০.২০ নাগাদ আসেন রাজ্যের রাজ্যপাল সস্ত্রীক জগদীপ ধনখড় । হলদিয়ায় এসে তিনি বন্দর ছাড়াও শিল্প-কারখানা পরিদর্শন করেন। প্রথমে সস্ত্রীক রাজ্যপালকে বন্দরের ‘পোর্ট হাউস’ অতিথিশালায় গার্ড অব ওনার জানায় সিআইএসএফ । সেখানে বেশ কিছুটা সময় কাটানোর পর অতিথি নিবাসে বৃক্ষ রোপণ করেন । তার পর বেলা সাড়ে ১২টা নাগাদ ডক পরিদর্শনে যান রাজ্যপাল। বন্দরের ডক এলাকায় কাজকর্ম ঘুরিয়ে দেখানো হয়।
এক ঘণ্টা বন্দরে থাকার পর রাজ্যপাল পেট্রোকেম পরিদর্শনে যান। এর পর দুপুর দেড়টা নাগাদ ফের বন্দরের গেস্ট হাউসে বিভিন্ন শিল্প সংস্থার কর্তারদের সঙ্গে বৈঠক করেন । পরে তিনি চৈতন্যপুরে বিবেকানন্দ মিশন আশ্রমে যান । সেখানে একটি প্রকল্পের সূচনা করে বিকেল ৪.১৫ নাগাদ কলকাতার উদ্দ্যেশে রওনা হন।
রাজ্যের বর্তমান পরিস্থিতি ও হলদিয়া বন্দরের সিন্ডিকেট রাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল । সম্প্রতি বিশ্ব বাণিজ্য সম্মেলনে প্রসঙ্গ টেনে বলেন, বাংলায় এ ভাবে অশান্তি ও সিন্ডিকেট কাজ চললে শিল্পের বিকাশ ঘটবে কি ভাবে? বাংলায় যে অরাজকতা চলছে তাতে তিনি ক্ষুব্ধ বলেও আজ মন্তব্য করেন রাজ্যপাল ।