মুর্শিদাবাদ: সোমবার রাত থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। বৃষ্টির জেরে মুর্শিদাবাদের ইদগাহাতে এবছরও ইদ উৎসব পালিত হল না। করোনার জেরে দীর্ঘ দু’বছর ইদ উৎসব পালন করা যায়নি। এবছর সেই মহামারি কাটিয়ে রাজ্য বেশ কিছুট স্বস্তির মুখে। কিন্তু গভীর রাত থেকে প্রবল ঝড়বৃষ্টিতে মঙ্গলবার ভোরে ইদের নমাজ পড়তে মসজিদে যেতে পারলেন না কেউ। বাধ্য হয়েই বাড়িতে জমায়েত করে উৎসব পালন করলেন ধর্মপ্রাণ মানুষরা।
৩ মে খুশির ইদ। সোমবারই ঘোষণা করেছে দিল্লির জামা শাহি মসজিদ। দেশে কোথাও চাঁদ দেখা না গেলেও রীতি অনুযায়ী দিল্লির শাহি জামা মসজিদ কর্তৃপক্ষ মঙ্গলবার সারা দেশে খুশির ইদ উজ্জাপনের কথা জানিয়েছিল। কিন্তু সেই উৎসব পালনে বাদ সাধল ঝড়বৃষ্টি।
ভোররাত থেকে দুর্গাপুর শহরেও শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি। গত দুদিনে হালকা ও ভারী বৃষ্টিপাতের ফলে শহরের তাপমাত্রা অনেকটাই কমেছে। মঙ্গলবার সকালে এই টানা বৃষ্টির জেরে একদিকে যেমন শহরবাসীর মধ্যে তীব্র গরমের ক্লান্তি দূর হয়েছে। অন্যদিকে শহরের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় জল জমে জনজীবনে বিপত্তি ঘটিয়েছে।
ঝড়বৃষ্টি শেষে উৎসবে মেতে উঠেছে কচিকাঁচারা। মঙ্গলবার। নিজস্ব চিত্র।
করোনা অতিমারির কারণে গত দু’বছর ইদের বাজার সে ভাবে জমে ওঠেনি। তবে এবার জেলায় জেলায় চিত্রটা অন্যরকম। জমজমাট ইদের বাজার। কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। গত কয়েকদিনের মতো বড় বাজারগুলিতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। বিক্রেতাদের দাবি, বহু দিন পরে ইদের এমন ‘জমাট’ বাজার দেখা গেল।