বাঁকুড়া: আবার বাঁকুড়ায় উদ্ধার মাওবাদী পোস্টার৷ এবার সিমলাপাল থানার কালাপাথর গ্রামে৷ সোমবার সকালে গ্রামের একটি বাড়ির দেওয়ালে দুটি মাওবাদী পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ সাদা কাগজে লাল কালিতে তাতে লেখা ‘মাওবাদী জিন্দাবাদ’, ‘কিষাণজি জিন্দাবাদ’৷ এই পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস৷ গিয়ে দেখে সোমবার রাতের ঝড়-বৃষ্টিতে লেখাগুলি ধুয়ে গিয়েছে৷ তাসত্ত্বেও পোস্টারগুলির কিছু অংশে লেখা বোঝা যাচ্ছিল৷ পুলিসের ধারণা, রাতের অন্ধকারে কেউ পোস্টারগুলি সাঁটিয়ে দিয়ে গিয়েছে৷ এই ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিস৷
গত সপ্তাহে বাঁকুড়ার সারেঙ্গা পুলিস থানা এলাকাতেও উদ্ধার হয় মাওবাদী নামাঙ্কিত পোস্টার৷ তাতে এলাকার তৃণমূল নেতার উদ্দেশ্যে হুঁশিয়ারি দেওয়া হয়৷ পোস্টারে লেখা ছিল, ‘খেলা হবে খেলা হবে৷ এবার তো আমরা খেলব টিএমসি নেতাদের সঙ্গে৷’ অন্য একটি পোস্টারে কিষাণজির মৃত্যুর বদলা নেওয়ার হুমকিও দেওয়া হয়৷
শুধু বাঁকুড়া নয়, গত কয়েকদিন ঝাড়গ্রাম-পুরুলিয়াতেও মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে বৈঠকে এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ জানতে চেয়েছিলেন জঙ্গলমহলে মাওবাদী পোস্টার উদ্ধার হচ্ছে কেন? পরেই তিনি বলেন, বিজেপি এসবের নেপথ্যে রয়েছে৷