আজ থেকে শুরু হয়ে গেছে এক নতুন মাস, নতুন সপ্তাহ ও নতুন একটা দিনের। কেমন হবে এই নতুন সপ্তাহ।প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে?কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছেকী? পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিননাকিসপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা। ভবিষ্যতের কথা জানা সহজ নয় ঠিকই তবে তার কিছু ঝলক আপনার রাশিফলে অবশ্যই দেখতে পাবেন।মীন রাশির জাতকদের জন্য কেমন কেমন হবে নতুন সপ্তাহ। গ্রহ নক্ষত্রের অবস্থানের বদলে কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন
মীন
দ্বিতীয় স্থানে চন্দ্র থাকায় কাজে গতি আসবে এবং পরিকল্পনা সফল হবে।সোমবার এবং মঙ্গলবার একাধিক কাজের সুযোগ তৈরি হবে।আয়ের দিক দিয়ে সময়টা শুভ।নতুন লোকজনের সঙ্গে আলাপ হবে এবং এই পরিচিতি আপনার কাজে আসবে।কাজের জায়গায় সফল হবেন। নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন।নতুন জামাকাপড়ের প্রাপ্তি যোগ রয়েছে।বুধবার ও বৃহস্পতিবার পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটবে। মায়ের সহযোগিতায় এগিয়ে যাওয়ার রসদ পাবেন।পরিবারে সমস্যা সৃষ্টি হতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না।শুক্রবার এবং শনিবার সন্তানের জন্য ভাল সময়। পরিবারে সুখ শান্তি ফিরবে। মোটের ওপর মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে ভালই কাটবে
চাকরি ও ব্যবসা-ব্যবসা ও চাকরির ক্ষেত্রে এই সপ্তাহ বেশ শুভ। ব্যবসায় লাভ হবে এবং গতি আসবে। অন্যদিকে চাকরির ক্ষেত্রে যাত্রার সম্ভাবনা তৈরি হবে এবং প্রোমোশনেরের সুযোগ আসবে।
শিক্ষা-পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে। যেমন পড়াশোনায় মন বসবে না। বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর ফলে পড়াশোনায় ব্যঘাত ঘটবে।
স্বাস্থ্য-স্বাস্থ্যের দিক বিশেষ নজর দিতে হবে।হাতে আঘাতের সম্ভাবনা রয়েছে।এদিকে সন্তানের বদহজমের সমস্যা আপনাকে দুশ্চিন্তায় ফেলবে।
প্রেম– প্রেমের জন্য সময়টা খুবই ভাল। প্রিয়সজন আপনাকে নিয়ে আরও যত্নবান হবেন। প্রেম গাঢ় হবে।বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে।
আরও পড়ুন: