শুরু হয়ে গেছে নতুন মাস, নতুন সপ্তাহ ও নতুন একটা দিনের। কেমন হবে এই নতুন সপ্তাহ।প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে?কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছেকী? পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিননাকিসপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা। ভবিষ্যতের কথা জানা সহজ নয় ঠিকই তবে তার কিছু ঝলক আপনার রাশিফলে অবশ্যই দেখতে পাবেন। তুলারাশির জাতকদের জন্য কেমন কেমন হবে নতুন সপ্তাহ। গ্রহ নক্ষত্রের অবস্থানের বদলে কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন
তুলা
একদিকে এই রাশিতে মঙ্গলের গোচর অন্যদিকে আবার চন্দ্রের দৃষ্টি, সব মিলিয়ে সপ্তাহের শুরু টা দুর্দান্ত হবে।কিন্তু এই যোগ শুধুমাত্র রবিবার দুপুর পর্যন্ত থাকবে।সোমবার ও মঙ্গলবার থেকে প্রতিকুল পরিস্থিতি তৈরি হবে।সমস্যা বাড়বে।একদিকে ব্যায় বাড়বে অন্যদিকে বন্ধু পরিজনদের কাছে থেকে অসহযোগিতায় কষ্ট পাবেন।তবে মধ্যকাল ভাল থাকবে।সপ্তাহের শেষের দিকে পরিস্থিতি আবার অনুকুল হবে।নতুন কোনও সমস্যা সৃষ্টি হবে না। অতিথিদের আগমনের যোগ রয়েছে।সমাজের প্রতিষ্ঠিতদের সঙ্গে যোগাযোগহবে।কোনও যাত্রার পরিকল্পনা থাকলে তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
চাকরি ও ব্যবসা-কোনও কিছুতে লগ্নির পথে হাটবেন না। নতুন কোনও ব্যবসা শুরু করার প্রতি ঝোঁক বাড়বে।পুরোনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দেওয়ার ইচ্ছে বাড়বে।
শিক্ষা-শিক্ষাক্ষেত্রে সহপাঠিদের আলোচনার শিকার হতে পারেন।পড়াশোনায় মন কিছুতেই বসবে না। পড়াশোনার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধের অভাব তৈরি হবে।
স্বাস্থ্য-পেটের সমস্যা ভোগাতে পারে। চোখের ওপর চাপ সৃষ্টি হবে ফলে চোখের ক্লান্তি আপনাকে চিন্তায় ফেলতে পারে। এছাড় দাঁত কিংবা মাথা ব্যাথার সম্ভাবনা রয়েছে।
প্রেম-প্রেমের জন্য সময়টা শুভ। প্রেমিকের সঙ্গে দেখা হবে। বিবাহিতদের দাম্পত্য জীবনের তিক্ততা মিটে সম্পর্ক মধুর হবে।