গান্ধীনগর: দরজায় কড়া নাড়ছে গুজরাত বিধানসভা নির্বাচন৷ এখন থেকে প্রচারের ময়দানে গা ঘামাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি৷ এমন মোক্ষম সময়ে গুজরাতে পরিবর্তনের ডাক দিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লি ও সদ্য পঞ্জাব সরকারের কয়েকমাসের সাফল্যের খতিয়ান তুলে ধরে গুজরাতের মানুষের কাছে আপকে একটা সুযোগ দেওয়ার আবেদন জানান৷ বলেন, ‘আসুন বিজেপির ঔদ্ধত্য ভেঙে গুঁড়িয়ে দিই৷ আমাকে একটা সুযোগ দিন৷ আমি যদি স্কুলগুলির অবস্থা ফেরাতে না পারি তাহলে লাথি মেরে তাড়িয়ে দেবেন৷’
কেজরিওয়ালের দাবি, গুজরাতের স্কুলগুলির অবস্থা খুব খারাপ৷ রবিবার রাজ্যের ভারুচের আদিবাসী সংকল্প মহাসম্মেলনে যোগ দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘গুজরাতের ৬ হাজার সরকারি স্কুল বন্ধ৷ বহু স্কুলের অবস্থা শোচনীয়৷ লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যত নষ্ট হতে চলেছে৷ কিন্তু আমরা পারি বদল আনতে৷ যেভাবে দিল্লির স্কুলগুলিতে পরিবর্তন আনা হয়েছে৷’ তাঁর দাবি, আপ সরকার আসার পর দিল্লিতে ৪ লক্ষ পড়ুয়া বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে ভর্তি হয়েছে৷
গুজরাতের বিজেপি সরকারের বিরুদ্ধে পরীক্ষাপত্র ফাঁসের অভিযোগও আনেন৷ কেজরিওয়াল বলেন, ‘পরীক্ষাপত্র ফাঁস করায় রেকর্ড গড়েছে বিজেপি৷ আমি গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে চ্যালেঞ্জ জানাচ্ছি৷ পরীক্ষাপত্র ফাঁস ছাড়া একটা পরীক্ষার আয়োজন করে দেখান৷’ তাঁর সংযোজন, ‘আমি সৎ এবং দুর্নীতিমুক্ত ব্যক্তি৷ আমার বিরুদ্ধে অনেক অভিযোগের তদন্ত হয়েছে কিন্তু কিছুই খুঁজে পায়নি৷’
আরও পড়ুন: Ramakrishna Mission: আগামী ১৫০০ বছরে ভারতবর্ষের উত্থান হবে, বলেছিলেন স্বামীজি: সুবীরানন্দ মহারাজ