শ্রীনগর: কাশ্মীরে (Kashmir) অনুপ্রবেশের ছক বানচাল করল ভারতীয় সেনা (Indian Army)৷ বুধবার পাক জঙ্গিদের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে৷ কিন্তু সীমান্তে টহলদারির সময় জওয়ানদের নজরে পড়ে যায় জেহাদিরা৷ শুরু হয় তীব্র গুলির লড়াই৷ জওয়ানদের গুলিতে তাড়া খেয়ে পালিয়ে যায় জঙ্গিরা৷ পরে ঘটনাস্থল থেকে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়৷
আরও পড়ুন: বাড়িতে ঢুকে প্রেসিডেন্টকে গুলি করে খুন বন্দুকবাজদের
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রাজৌরির নৌশেরা সেক্টরে৷ মৃত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি৷ তবে তার কাছ থেকে একে ৪৭ রাইফেল, গ্রেনেড লঞ্চার, জিপিএস, চারটে ম্যাগাজিন, দুটো হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে৷ যা দেখে সেনাবাহিনী মোটামুটি নিশ্চিত বড়সড় নাশকতার পরিকল্পনা নিয়ে পাকিস্তান থেকে জঙ্গিরা কাশ্মীরে ঢুকছিল৷ আরও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কায় গোটা এলাকা ঘিরে চলে চিরুনি তল্লাশি৷ জঙ্গি প্রতিরোধে কারিগরি-প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালানো হয়৷
চলতি বছর ফেব্রুয়ারিতে দুই দেশের সেনাবাহিনীর তরফে যৌথ বিবৃতি দিয়ে সীমান্তে যুদ্ধবিরতি পালন সংক্রান্ত চুক্তি মেনে চলার কথা জানানো হয়৷ সেই থেকে এখনও অবধি সীমান্তে কোনও গোলাগুলি চলেনি৷ যুদ্ধবিরতির মাঝে এই প্রথম পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে৷ কিন্তু তাদের প্রথম চেষ্টাই বানচাল করে দেয় ভারতীয় সেনা৷