কলকাতা, ২৮ এপ্রিল : প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন । পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন। কেন্দ্র কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সেই সেই প্রস্তাব উড়িয়ে দিয়েছিল । স্বাভাবিক ভাবেই ইউক্রেন থেকে মাঝ পথে পড়া ফেলে দেশে ফিরে আসা পড়ুয়াদের কী হবে, সে চিন্তা যখন বাড়ছিল, তখনই তাদের পাশে ফের একবার দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মমতা জানিয়েছেন, ইউক্রেন থেকে মাঝ পথে পড়া ফেলে ফিরে আসতে বাধ্য হয়েছেন সেই সব পড়ুয়ারা এই রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পাবেন । পাশাপাশি, যে ২৩ জন ষষ্ঠ বর্ষের পড়ুয়া ছিলেন, তাঁরা সরকারি কলেজে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন । দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পড়ুয়াদের প্র্যাকটিক্যালের কোনও সমস্যা যাতে না হয়, সে দিকটাও রাজ্য সরকার দেখছে বলেই জানান মুখ্যমন্ত্রী । শুধু ডাক্তারি পড়ুয়া নন, ইঞ্জিনিয়র পড়ুয়াদের জন্যও রাজ্য প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করেছে বলে জানিয়েদেন মুখ্যমন্ত্রী ।
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মাঝ পথে পড়া ফেলে ২১২ জন ডাক্তারি পড়ুয়া বাংলায় ফিরে এসেছিলেন । পরে তাঁদের সঙ্গে দেখাও করেন মুখ্যমন্ত্রী । তাঁদের পাশে থাকার আশ্বাস দেন । তখনই তাঁর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠান মমতা । তাতে বলা হয়েছিল,
১। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী যে সমস্ত পড়ুয়ারা ইন্টার্নশিপের যোগ্য তাদের সরকারি কলেজে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হোক। সেই সঙ্গে ইন্টার্নরা যে সরকারি ভাতা পান, সেটাও ইউক্রেন ফেরতদের দেওয়া হোক ।
২। যে সব পড়ুয়া প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষের মতো স্তরে পড়াশোনা করছিলেন, তাদের দেশের বেসরকারি হাসপাতালগুলিতে সমমানের স্তরে ভরতি করার অনুমতি দেওয়া হোক । সেই সঙ্গে এই মেডিক্যাল কলেজগুলি যাতে ইউক্রেনের পড়ুয়াদের ভর্তি করার জন্য নিজেদের আসন সংখ্যা বাড়াতে পারে, তার ব্যবস্থা করা হোক ।
৩। বর্তমানে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের নিয়ম অনুযায়ী শুধুমাত্র যে সব পড়ুয়া প্রবেশিকা পরীক্ষায় পাশ করবেন তাঁরাই দেশের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির সুযোগ পাবেন । মুখ্যমন্ত্রীর অনুরোধ, কঠিন পরিস্থিতির কথা বিবেচনা করে বিশেষ বিশেষ ক্ষেত্রে এই গাইডলাইন শিথিল করা হোক ।
৪। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা জানিয়েছেন, রাজ্যের মেডিক্যাল কলেজগুলি ইতিমধ্যেই পড়ুয়াদের ভর্তি নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়ে দিয়েছে । রাজ্য সরকার এই পড়ুয়াদের পড়াশোনার খরচ জোগাতে সাহায্যও করবে ।
যদিও সেই প্রস্তাব উড়িয়ে দেয় কেন্দ্র । তার পরই আজ পড়ুয়াদের ভর্তির কথা ঘোষণা করেন মমতা।
আরও পড়ুন : Mamata Banerjee: রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানো উচিত কেন্দ্রের, মত মমতার