বসিরহাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই বৃহস্পতিবার ইছামতী নদীতে বেআইনি বালি তোলার বিরুদ্ধে অভিযান শুরু করল জেলা পুলিস, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের জেলাশাসক আধিকারিকরা।
বসিরহাটের ইছামতী নদী থেকে রাতের অন্ধকারে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে, এই অভিযোগ পেয়ে অভিযান চালান উত্তর ২৪ পরগনার জেলা পুলিস, বসিরহাট মহাকুমার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকেরা। এদিন বসিরহাট ইছামতী নদীর শ্মশানঘাট এলাকা পরিদর্শনে যায় ১৫ জনের একটি বিশেষ দল। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, বেআইনিভাবে নদীগর্ভ থেকে মাটি তোলা হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীগর্ভ। পাশাপাশি পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
আরও পড়ুন: Nagin Dance with Cobra: বিয়ের শোভাযাত্রায় বিষাক্ত কোবরা নিয়ে নাগিন ডান্স
ঘটনাস্থল থেকে জেসিবি মেশিন, নৌকা আটক করেন তাঁরা। ওই সময় সেখানে যারা উপস্থিত ছিল তারা পালিয়ে যায়। এই অভিযান আগামীদিনেও চলবে বলে জানান আধিকারিকরা।