কলকাতা: বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইন না মানার অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এ ব্যাপারে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা হয়েছে। আরএসএস প্রভাবিত জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘ এই মামলাটি দায়ের করেছে। মামলাকারীর অভিযোগ, রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে গাইডলাইন মানা হয়নি। তাই খারিজ করা হোক ওই উপাচার্যদের পদ। এমনটাই দাবি জানানো হয়েছে আদালতে। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।
রাজ্যপাল জগদীপ ধনখড় অনেক আগেই অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার তাঁর সম্মতি না নিয়েই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একতরফাভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে। রাজ্যপালের এই অভিযোগ নিয়ে রাজভবনের সঙ্গে সংঘাতে জড়ায় নবান্ন। সেই সংঘাত এমন পর্যায়ে পৌঁছয় যে, রাজ্যপাল বিভিন্ন সময় উপাচার্যদের রাজভবনে বৈঠকে ডাকলেও তাঁরা তা বয়কট করেছেন। একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। তা নিয়েও রাজ্যপাল প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন। রাজ্য সরকারের অভিযোগ, রাজ্যপাল উপাচার্য নিয়োগের ক্ষেত্রে অনধিকার চর্চা করেন। রাজ্যপাল অবশ্য সে অভিযোগ অস্বীকার করে আগেই জানিয়েছেন, তিনি যা করেছেন সংবিধান মেনেই করেছেন।
আরও পড়ুন: Congress: বিজেপি আমলে জ্বালানির উপর কেন্দ্র ১৮ টাকার বেশি শুল্ক বাড়িয়েছে, প্রমাণ দিল কংগ্রেস
উপাচার্য নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগে মামলা হল তাতে রাজ্যপালের বক্তব্যই মান্যতা পেল বলে শিক্ষা মহলের একাংশের দাবি। তাদের বক্তব্য, এই মামলাতেও কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়তে পারে। রাজ্যপালেরও অভিযোগ ছিল, ওই সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইন মানা হয়নি। তিনি নিজেও এ ব্যাপারে ইউজিসির দৃষ্টি আকর্ষণ করেছিলেন। রাজ্য সরকার অবশ্য তখন রাজ্যপালের অভিযোগকে গুরুত্ব দিতে চায়নি।