কলকাতা: পুলিসের কীর্তিতে বিস্মিত আদালত। দৃষ্টিহীন এক ব্যক্তিকে মাদক মামলায় তলব করা হল। অথচ কাছে পরিচয়পত্র নেই বলে তাঁর বয়ান রেকর্ড করা হল না কেন, প্রশ্ন তুলল আদালত। হাইকোর্টের আরও প্রশ্ন, যাঁর কাছে এক ফোঁটাও মাদক পাওয়া গেল না, তাঁর বিরুদ্ধে মাদক আইনের মারাত্মক ৪৭ ধারা কেন প্রয়োগ করা হল। পুলিসের তদন্তের গতি প্রকৃতি দেখে হতাশ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি বিভাসরঞ্জন দে-র ডিভিশন বেঞ্চ। আদালত পরিমল বারুই নামে দৃষ্টিহীন ওই ব্যক্তির আগাম জামিন মঞ্জুর করেছে।
আরও পড়ুন: Durgapur Langur : গাছ থেকে পড়ে পা ভাঙল পবনপুত্র হনুমানের