কলকাতাঃ দক্ষিণ যখন জলছে প্রচণ্ড দহনজ্বালায়, উত্তরে তখন কোথাও শিলাবৃষ্টি কোথাও বৃষ্টির সঙ্গে ঝড়, আবার কোথাও লোড শেডিং।দক্ষিণবঙ্গের জেলা গুলিতে মঙ্গলবার বইছে গরম বাতাস। প্রায় সব জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। বেশ কয়েকটি জেলায় বয়েছে তাপপ্রবাহ আবার কলকাতা সহ কোনও কোনও জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি।
অথছ পুরো উলটো চিত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে।অবশেষে স্বস্তির নিঃশ্বাস শহর জলপাইগুড়ি ও ফালাকাটাতে।আলিপুরদুয়ারের ফালাকাটায় এদিন সন্ধে থেকেই ঝোড়ো হাওয়া বইতে থাকে সঙ্গে ঝেপে নামে শিলাবৃষ্টি। সঙ্গী ছিল ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়। বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলারও বেশ কিছু অংশে। ফলে তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে। আবহাওয়া ছিল মনোরম। এক সপ্তাহ আগেও শিলাবৃষ্টি হয়েছিল ফালাকাটায়। তার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই এদিন ফের নামল শিলাবৃষ্টি। দুএক পশলা বৃষ্টি হয়েছে লাটাগুড়িতেও।
উত্তরের দুই জেলায় যখন ঝেপে বৃষ্টি নেমেছে তখন দক্ষিণবঙ্গের মানুষ আকাশের দিকে তাকিয়ে বসে আছে, কখন বৃষ্টি হবে।হাওয়া অফিসের পুর্বাভাস, আগামী তিন চার দিনের মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এদিনও কাঠফাটা গরমে হাঁসফাঁস করেছে দক্ষিণবঙ্গবাসী।ইতিমধ্যেই অনেক স্কুল অফলাইন বন্ধ করে দিয়েছে মাত্রা ছাড়া গরমের জন্য।
আরও পড়ুন Bankura Truck accident: রাস্তায় গড়াগড়ি হাজার হাজার বিয়ারের বোতল, লরি উলটে বিপত্তি বাঁকুড়ায়