বহরমপুর: কলেজের অধ্যক্ষ অবৈধভাবে নিজের ছেলেকে কলেজে নিয়োগ করেছেন। এই অভিযোগে বিক্ষোভ শুরু করলেন কলেজের অন্যান্য অধ্যাপক, শিক্ষাকর্মীরা। মঙ্গলবার বহরমপুর ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। ‘অধ্যক্ষ গো-ব্যাক’ স্লোগান তুলে টেবিল চাপড়াতে শুরু করেন বিক্ষোভকারীরা।
কলেজের অধ্যাপকদের বক্তব্য, গভর্নিং বডির নিয়ম না মেনেই সোমবার রাতে কলেজের অধ্যক্ষ সসীম কবিরাজ ঠাকুর নিজের ছেলেকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করেছেন। মঙ্গলবার সসীমবাবুর ছেলে সুমন কবিরাজ ঠাকুর হাজিরা খাতায় সই করতেই বিষয়টি জানাজানি হয়। এর পরেই অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ শুরু করেন কলেজের অন্যান্য কর্মীরা।
আন্দোলনকারীদের দাবি, কোনও শূন্যপদ না থাকা সত্ত্বেও ক্ষমতাবলে অবৈধভাবে নিজের ছেলেকে কলেজে নিয়োগ করেছেন অধ্যক্ষ। বিষয়টি তাঁরা কোনওভাবেই মেনে নেবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: Anubrata Mandal: দুর্ঘটনার কবলে অনুব্রতর দেহরক্ষীর গাড়ি, মৃত এক শিশু সহ ২
সসীম কবিরাজ ঠাকুর বলেন, এই মুহূর্তে কলেজে তিনজন প্রশিক্ষক দরকার। প্রতিদিন ১২৫ টাকার বিনিময়ে একজনকে অস্থায়ী প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। কলেজ সেক্রেটারি সেই নিয়োগ করেছেন। কলেজের অনেক পোস্ট ফাঁকা রয়েছে। অনেকদিন ধরে নিয়োগ হয়নি। যদিও অধ্যক্ষর ওই দাবি মানতে চাননি আন্দোলনকারীরা।
আরও পড়ুন- Anupam Hazra: অনুব্রতর দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন অনুপম হাজরা