হাওড়া: হাওড়া সাঁকরাইলের তৃণমূল নেতা খুনের ঘটনায় হাওড়া পুলিস কমিশনারের রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী ৫ মে হাওড়ার পুলিস কমিশনারকে এ ব্যাপারে রিপোর্ট পেশের নির্দেশ আদালতের।
গত বছরের ২২ নভেম্বর হাওড়ার সাঁকরাইলে খুন হন তৃণমূল নেতা ওয়াজিউল হক খান। সেই খুনের পুলিসি তদন্তে খুশি নন পরিবারের সদস্যরা। পুলিস যথাযথ তদন্ত করছে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনও রকম কোনও পদক্ষেপ করছে না বলে আদালতে মামলা হয়। পরিবারের অভিযোগ, হাওড়ার পুলিস কমিশনার, রাজ্য পুলিসের আইজি এবং ডিজিকে জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি।
আরও পড়ুন: Child Vaccine: ৬ থেকে ১২ বছরের শিশুদের কোভ্যাকসিনে ছাড়পত্র ড্রাগ কন্ট্রোলারের
তদন্তকারী পুলিস আধিকারিক বারবার আবেদনকারীদের ভয় দেখাচ্ছেন বলেও আদালতে মঙ্গলবার অভিযোগ করেন আইনজীবীরা। শুনানি পর্বে বিচারপতি মান্থা মন্তব্য করেন, যে পুলিসের বিরুদ্ধে এত মারাত্মক অভিযোগ উঠেছে, সেই পুলিসের উপর আবেদনকারীরা কোন ভরসায় আস্থা রাখবেন।