লখনউ: প্রয়াগরাজের ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশে ফের খুন। গলার নলি কেটে খুন করা হল একই পরিবারের তিনজনকে। কী কারণে এই হত্যাকাণ্ড? প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, পরিবারের মেয়ে প্রীতিকে প্রেমের প্রস্তাব দেয় এক যুবক। ২০ বছরের প্রীতি সেই প্রস্তাব খারিজ করে দেয়। এটাই ছিল তাঁর অপরাধ।
সোমবার রাতে প্রীতি বাবা-মাকে নিয়ে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই সময় আচমকা ওই যুবক তাঁদের উপর চড়াও হয়। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বাবা-মা। প্রেমে প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতে তিনজনকেই কুপিয়ে খুন করে অভিযুক্ত যুবক। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেও অভিযুক্ত অলোক পাসওয়ানকে গ্রেফতার করে পুলিস।
সোমবার রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গোরক্ষপুরের খোরাবারের এলাকার রায়গঞ্জ এলাকার ঘটনা। মৃতেরা হলেন- গামা নিষাদ (৪২), স্ত্রী সঞ্জু (৩৮), মেয়ে প্রীতি (২০)। পুলিস স্থানীয় বাসিন্দা, পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। এক পুলিস আধিকারিক বলেন, খবর পাওয়া মাত্রই পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। তদন্ত চলছে।
আরও পড়ুন: Bankura Maoist Poster: ‘এবার TMC নেতাদের সঙ্গে খেলব’, বাঁকুড়ায় উদ্ধার মাওবাদী পোস্টার
দিন কয়েক আগে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনকে খুনের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে৷ মৃতদেহগুলিতে ক্ষতের চিহ্ন মেলে। প্রত্যেকের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। প্রয়াগরাজের হত্যাকাণ্ডকে তুলে ধরে বিজেপিকে তুলোধনা করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস৷ প্রয়াগরাজে ফ্যাক্ট ফাইন্ডিং টিমও পাঠিয়েছে জোড়াফুল শিবির।