হাওড়া: গভীর রাতে মিটার বক্সে আগুনে ভয়াবহ পরিস্থিতি। সোমবার বালির বিদ্যাবাগীশ লেনের মহালক্ষ্মী আবাসনে প্রবেশের মুখে সিইএসসির মিটার বক্সে অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ হঠাৎই পোড়া গন্ধ পায় বাসিন্দারা। বাইরে বেরিয়ে দেখে আবাসনে ঢোকার মুখের মিটার বক্সে আগুন। তড়িঘড়ি আবাসনের অন্যান্যরাও বেরিয়ে আসে। সবাই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুনের শিখা অনেকটাই বেড়ে গিয়েছে। খবর দেওয়া হয় বালি দমকল কেন্দ্রে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে বালি থানার পুলিস আসে। বাসিন্দাদের সকলকে বাড়ির ছাদে আশ্রয় নিতে বলা হয় পুলিসের পক্ষ থেকে। কালো ধোঁয়া ও পোড়া গন্ধে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। বন্ধ করে দেওয়া হয় আবাসনের বিদ্যুৎ সংযোগ।
স্থানীয় এক বাসিন্দার জানান, মিটারবক্সগুলি আবাসনের একদম ঢোকার মুখে হওয়ায় বাসিন্দারা সকলেই আটকে পড়েন ভিতরে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। মিটারবক্স গুলি থেকে তীব্র বিস্ফারণ হতে থাকায় আরও আতঙ্ক ছাড়িয়ে পড়ে।
দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে। স্থানীয়রা জানান, ওই বহুতলের অধিকাংশ ফ্ল্যাটে গরমে এসি চালানো হয়। কিন্তু একসঙ্গে অতগুলো এসি চলার মত লোড ক্যাপাসিটি নেই সিইএসসির বিদ্যুৎ সংযোগে। সে কারণেই মিটার গুলির ওপর অতিরিক্ত বিদ্যুতের চাপেই শর্টসার্কিটে আগুন লেগে যায়।
আরও পড়ুন: Elon Musk Buy Twitter: টুইটার এখন এলন মাস্কের, খরচ পড়ল ৪৪ বিলিয়ন মার্কিন ডলার