প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা নতুন সপ্তাহে কোনটা কাজটা সহজ হবে? কোথায় আবার সৃষ্টি হবে জটিলতা। সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা না পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিন। ভবিষ্যতের কথা জানা সহজ নয় ঠিকই তবে তার কিছু ঝলক আপনার রাশিফলে অবশ্যই দেখতে পাবেন। তার পরিপ্রেক্ষিতে সব কেমন হবে, কী বলছে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল। মকর রাশির জাতকদের জন্য কেমন কেমন হবে নতুন সপ্তাহ দেখে নিন-
মকর
(ডিসেম্বর ২২- জানুয়ারি ২০)
Capricorn (dec22- jan20)
কাজের চাপ থাকবে তবে ভাল ব্যপার পরিকল্পনা মতো কাজ এগোবে। আয়ের দিক থেকেও এই সপ্তাহ ভাল। যারা রাজনীতিতে রয়েছেন তাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারেও সব কিছু সুসংগঠিত ও শান্তির পরিবেশ থাকবে। ধার্মিক কাজকর্মে যোগ দেওয়ার সুযোগ তৈরি হবে। বন্ধুদের সঙ্গে মতভেদ মিটবে এবং বন্ধুদের ব্যবহারে পরিবর্তন আসবে এবং সবকিছু আগের অবস্থায় ফিরে যাবে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- বৃহস্পতি ও শুক্রবার আয় ভাল থাকবে এবং কাজে সাহায্য পাবেন। তবে শনিবারের সকাল একটু সামলে থাকতে হবে। বহুমূল্য কোনও জিনিসের ক্ষতি হতে পারে। শনিবারে একটু বেশি সাবধান থাকতে হবে। সামান্য ইয়ার্কি বা কৌতুকের কথাও বিবাদ পর্যন্ত গড়াতে পারে।
চাকরি ও ব্যবসা- ব্যবসায় গতি থাকবে। চাকরিতে উন্নতির যোগ রয়েছে।
শিক্ষা- পড়াশোনা সুব্যবস্থিত ভাবে হবে এবং পড়াশোনার কাজ প্রয়োজন মতো সাহায্য পাবেন।
স্বাস্থ্য- হাটুর ব্যথা ভোগাতে পারে। পাশাপাশি হাঁটুতে আঘাতের সম্ভাবনাও রয়েছে।
প্রেম– প্রেম সম্পর্কে জটিলতা সৃষ্টি হতে পারে। মনের মানুষের ব্যবহারে আঘাত পেতে পারেন। তবে বৈবাহিক জীবন সুখের হবে।
আরও পড়ুন:
দেখে নিন মেষ রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ
দেখে নিন বৃষ রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ
দেখে নিন মিথুন রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ
দেখে নিন কর্কট রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ
দেখে নিন সিংহ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ
দেখে নিন কন্যা রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ
তুলা রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ
বৃশ্চিক রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ
ধনু রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ