কলকাতা: বৃষ্টি কবে হবে? এই প্রশ্নই এখন সকলেরই মনে ঘুরছে।আবহাওয়া দফতরের খবর থাকলেও মেলেনি বৃষ্টির দেখা ।বরং চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা।আর এই তাপমাত্রার পারদ আরও এক সপ্তাহে বাড়বে। তাই যে প্রশ্ন সকলের মনে ঘোরাঘুরি করছে, এই প্রসঙ্গে স্পষ্ট জানাল হাওয়া অফিস। এখনই বৃষ্টির দেখা মিলবে না। আগামী ২৯ এপ্রিলের পর থেকে আবহাওয়ার সামান্য বদল হবে। আগামী মাসে বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। প্রায় প্রতিটি জেলার শহরগুলির তাপমাত্রা পেরিয়েছে ৪০ ডিগ্রি।তবে ২৯ এপ্রিল কিছুটা তাপমাত্রার পরিবর্তন হতে পারে। আগামী ২ তারিখ বৃষ্টির সম্ভাবনা।
এদিন সকাল থেকেই তাপমাত্রার পারদ চড়েছে।দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রিরও বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে তাপমাত্রা আরও বাড়বে৷ আপাতত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷প্রখর রোদে বাইরে বের হওয়া নিয়েও সাবধান করেছে হাওয়া অফিস। সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।বাইরে বেরোলেও সঙ্গে ছাতা এবং ওআরএস রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন UP Journalist Harassment: যোগীরাজ্যে ফের সাংবাদিক নিগ্রহের অভিযোগ পুলিসের বিরুদ্ধে
আরও পড়ুন Kalna Awas Yojana: আবাস যোজনায় ঘর পেয়েছেন মৃত ব্যক্তি, কালনায় আরও দুর্নীতির খোঁজ