বারাসাত: জীবিত কিশোরকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল। মৃতদেহ বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় পরিবার বুঝতে পারে বেঁচে রয়েছে তাঁদের ছেলে। কিন্তু কিশোরকে অন্য হাসপাতালে নিয়ে যেতে যেতে তার মৃত্যু হয়। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কর্মীদের মারধর, ও হাসপাতাল ভাঙচুরের অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছেছে দত্তপুকুর থানার পুলিস।
বারাসাত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া মামার বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে যায় ১৭ বছরের ওই কিশোর। তড়িঘড়ি নিয়ে আসা হয় ছোট জাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে, কিন্তু চিকিৎসা শুরু করতে দেরি হয় বলে পরিবারের অভিযোগ।
এছাড়াও মৃত কিশোরের পরিবারের অভিযোগ, ছোট জাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে যখন কিশোরকে নিয়ে আসা হয় তখন বেঁচে ছিল সে। তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সেখান থেকে ফেরার পথে পরিবারের লোকেরা বুঝতে পারেন তখনও বেঁচে রয়েছে ওই কিশোর।
আরও পড়ুন- Mainaguri victim death: অমিত শাহের সফরের আগেই ময়নাগুড়ির নির্যাতিতার মৃত্যুকে ইস্যু করতে আসরে বিজেপি
তৎক্ষণাৎ তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করলে ক্ষোভে ফেটে পড়ে কিশোরের পরিবার। তাঁরা ছোট জাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে এসে ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিস, পঞ্চায়েত মেম্বার-সহ বারাসাত ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।