কলকাতা: গরমে হাঁসফাঁস অবস্থা। রোদের তেজ যেন বেড়েই চলেছে।সূর্যের তাপে গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে।অনবরত ঘাম হচ্ছে। আর সঙ্গে তেষ্টায় গলা শোকাচ্ছে সকলের। নানা প্রয়োজনে খটখটে রোদ মাথায় নিয়েই বেরোতে হচ্ছে বাইরে। এ জন্য সতর্ক থাকা প্রয়োজন। প্রচণ্ড গরমে যেকোনও মুহূর্তে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে।
চটজলদি আরাম পেতে ডাবের জল কিংবা কোল্ড ড্রিংকেই মন ভোলাচ্ছে মানুষ। কিন্তু তা কতক্ষণ? গরমে এসব সাধারণ ব্যাপার হলেও হাফ সেঞ্ছুরির দোরগোড়ায় দাঁড়িয়ে তাপমাত্রার এই পরিবর্তনে কীভাবে নিজেকে সজাগ ও সতেজ রাখা যাবে তা জানাল হাওয়া অফিস।ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে রাজ্য জুড়ে তাপপ্রবাহ চলবে আরও বেশি দিন ধরে।৪০ ডিগ্রির ওপরে উথবে তাপমাত্রা। ফলে এই পরিস্থিতিতে সকলের স্বাভাবিক এবং সুস্থ থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
দেখা যাক এই গরমে কী করবেন আর কী করবেন না?
আরও পড়ুন Weather Update: স্বস্তি নেই! চলতি সপ্তাহে আরও বাড়বে তাপমাত্রা, সতর্কতা