কলকাতা টিভি ওয়েব ডেস্ক: লড়াই শেষ! সোমবার মৃত্যু হল ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকার।গত ১৪ এপ্রিল গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে স্থানান্তরিত করে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।চিকিৎসকেরা জানিয়েছেন, শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল ওই নাবালিকার।সব রকম ভাবে চেষ্টা করা হয়েছিল তাকে বাঁচানোর।দেহের গুরুত্বপূর্ণ কিছু অংশ পুড়ে যাওয়ায় তার চিকিৎসা ক্রমশ কঠিন হয়ে আসছিল।সোমবার সেই লড়াই শেষ হয়।
মাসখানেক আগে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, অজয় রায় নাম ওই যুবক শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ বলে পুলিস এতদিন গ্রেফতার করেনি। শুধু তাই নয়, অভিযুক্তদের পক্ষ থেকে ক্রমাগত হুমকি আসছিল। একাধিকবার প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। আর এই হুমকি সহ্য করতে না-পেরে শুক্রবার সকালে নির্যাতিতা নাবালিকা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।নির্যাতিতার পরিবারের অভিযোগ, খুনের হুমকি দেওয়ার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার জন্য গায়ে আগুন ধরিয়ে দেয় সে। অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি জেলা পুলিস। ধৃতদের দু’জন স্থানীয় তৃণমূল নেতা ও কর্মী বলে পরিচিত।
আরও পড়ুন Rampurhat Violence: বগটুই অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণে অনিয়ম! রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে মামলা
গত ২৮ ফেব্রুয়ারি ময়নাগুড়ির ধর্মপুর এলাকার এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে দুই অভিযুক্ত অজয় রায় এবং বিজয় রায়।নাবালিকার জামা কাপড় ছিড়ে দেয়।গোপনাঙ্গে হাত দেয় বলে অভিযোগ। নাবালিকার চিৎকার শুনে পালিয়ে যায় অভিযুক্ত।ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয় নাবালিকার পরিবার।অভিযোগ দায়েরের কয়েক দিনের মধ্যেই আদালত থেকে জামিন নেয় অভিযুক্তরা।
আরও পড়ুন Mainaguri Rape Attempt: ময়নাগুড়ির নাবালিকা নির্যাতনের ঘটনায় গ্রেফতার আরও এক, ৪ দিনের পুলিস হেফাজত
নাবালিকার বাবা জানান, আমি ও আমার স্ত্রী কাজে ছিলাম। বাড়িতে একাই ছিল মেয়ে। সেই সময় মুখ ঢাকা অবস্থায় দুই যুবক বাড়িতে ঢুকে ধর্ষণ করে।ঘটনাটি জানাজানি হলে বাড়ির সকলকে খুন করার হুমকি দিয়ে যায় ধর্ষণকারীরা। পুরো ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন পরিবারের সদস্যরা। মেয়ের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
আরও পড়ুন Pakistan Boat Gujarat Coast: ২৮০ কোটি মূল্যের হেরোইন পাকড়াও, গুজরাতে ধরা পড়ল পাক নৌকা