বসিরহাট: বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। গুরুতর জখম আরও ১। বসিরহাট হাসনাবাদ থানার কালুতলা এলাকার ঘটনা। রবিবার বেশি রাতে ভ্যান ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। অন্যজন হাসপাতালে চিকিসাধীন। প্রাথমিক তদন্তের পর পুলিস জানায়, দুজনের কারো মাথাতেই হেলমেট ছিল না। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা যায়নি।
পুলিস সূত্রে খবর, মৃত চালকের নাম সবুজ মন্ডল। রবিবার রাতে বন্ধুকে নিয়ে মোটরবাইকে হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জের দিকে আসছিল সবুজ। উল্টো দিক থেকে আসা একটি ভ্যান সজোরে ধাক্কা মারে মোটরবাইকে। বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন বাইক চালক ও আরোহী। এই ঘটনায় ভ্যান গাড়ির চালক ও খালাসিকে আটক করেছে পুলিস। তবে পুলিসের প্রাথমিক অনুমান, হেলমেট ছিল না বলেই এই মৃত্যুর ঘটনা ঘটল। শরীরের একাধিক অংশে চোট পেলেও মাথায় গুরুতর আঘাত লাগার ফলে মৃত্যু হয় যুবকের।
আরও পড়ুন: Habra: জমি বিবাদের জের, সৎ ভাইকে কুপিয়ে খুন দাদার
রাজ্য সরকার বারবার সেভ লাইফ সেফ ড্রাইভ, হেলমেট বিতরণ, পথ নিরাপত্তা সপ্তাহ, বিভিন্ন সচেতন মূলক প্রচার করা সত্ত্বেও কেন মাথায় হেলমেট না পরে ওই যুবকরা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।