লখনউ: প্রয়াগরাজে পৌঁছল তৃণমূলের সত্যসন্ধানী দল। এই প্রতিনিধি দলে রয়েছেন দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর, তৃণমূল নেতা সাকেত গোখলে, জ্যোৎস্না মাণ্ডি ও উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী। দলের তরফে জানানো হয়েছে, পাঁচ সদস্যের এই দলটি প্রথমে প্রয়াগরাজের অকুস্থল ঘুরে দেখবেন৷ তার পর স্থানীয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন৷
বগটুই গণহত্যা ও হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল। সেই টিমের রিপোর্ট ইতিমধ্যেই সর্বভারতীয় বিজেপি সভাপতির কাছে জমা পড়েছে। তারই পাল্টা জাহাঙ্গিরপুরীতে অনুসন্ধান দল পাঠিয়েছিল তৃণমূল। এবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেল প্রয়াগরাজেও।
তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, ‘হাথরসেও আমরা গিয়েছিলাম। খুব ভোরে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলাম। এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসাবে ঘটনাস্থলে যাব। গণতন্ত্রের হত্যার কথা আমরা তুলে ধরব।যাঁরা বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন, তাদের শাসনে কী অবস্থা তা দেখব।’
This is a HORRIFIC incident and the @BJP4UP government has clearly FAILED!
Hear from @SaketGokhale as our fact finding team reaches Delhi. They are on their way to Prayagraj. pic.twitter.com/QIlOz2SeVy
— AITC Uttar Pradesh (@AITC4UP) April 24, 2022
প্রয়াগরাজে একই পরিবারের পাঁচ জনকে খুনের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তপ্ত দেশের রাজনীতি৷ মর্মান্তিক ওই ঘটনায় মৃত্যু হয়েছে দু’বছরের এক শিশুর৷ এই হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে৷ প্রয়াগরাজের হত্যাকাণ্ডকে তুলে ধরে বিজেপিকে তুলোধনা করেছে বাংলার শাসক দল তৃণমূল৷ দলের নেতারা জানিয়েছেন, যাঁরা কথায় কথায় বাংলায় ৩৫৬ ধারা জারির কথা বলেন তাঁরা একবার উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার দিকে তাকান৷ ঘটনার নিন্দা করেছে বিজেপি৷ তদন্তে নেমেছে পুলিস৷
আরও পড়ুন: Youth Murder Judge House: লখনউয়ে জজের বাড়ি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, ধারালো অস্ত্র দিয়ে খুন