কলকাতা, ২৩ এপ্রিল : ষষ্ঠ বারও সিবিআইয়ের ডাকে সাড়া দিলেন না অনুব্রত মণ্ডল ৷ অসুস্থতার কারণে শনিবারও নিজাম প্যালেসে হাজিরা দিতে গেলেন না বীরভূমের তৃণমূল সভাপতি ৷ এ দিন বিকেল সাড়ে পাঁচটার ভিতর গরু পাচার কাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে এ দিনও তিনি যেতে পারছেন না বলে ই-মেল করে জানিয়েদেন ৷
শুক্রবারই এসএসকেএম থেকে ছাড়া পেয়েছিলেন কেষ্ট মণ্ডল ৷ কলকাতার চিনার পার্কের বাড়িতেই ছিলেন তিনি ৷ তার পর আজ, শনিবারই সিবিআইয়ের তরফে হাজিরার নির্দেশ দেওয়া হয় ৷ শুরু হয় জল্পনা ৷ এর আগে পাঁচ বার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন ৷ আজ কি সিবিআই দফতরে যাবেন, সেই জল্পনা যখন তৈরি হচ্ছিল, তখনই মেল করে না যাওয়ার কথা জানান অনুব্রত ৷ নিজের করা ই-মেলে বীরভূমের তৃণমূল সভাপতি জানিয়েছেন, অসুস্থতার কারণে তাঁর হাঁটাচলা করা বারণ ৷ চার সপ্তাহ তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলা হয়েছে হাসপাতালের তরফে ৷
ভোট পরবর্তী হিংসা মামলায় রবিবার ফের এক বার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রতকে ৷ এখন দেখার, রবিবার কী করেন তিনি৷
আরও পড়ুন: Anubrata Mandol CBI: সাড়ে পাঁচটা বেজে গেল, এখনও নিজাম প্যালেসে গেলেন না অনুব্রত