কলকাতা: ২৪ ঘণ্টাও কাটেনি। এসএসকেএম থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এরই মধ্যে সিবিআইয়ের তলব কেষ্টকে। আজ, শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে গরু পাচার কাণ্ডে তদন্তের জন্য হাজিরা দিতে হবে অনুব্রতকে।
১৬ দিন হাসপাতালে চিকিৎসার পর শুক্রবার ছাড়া পেয়েছেন গুড়-বাতাসা নিদানের প্রবক্তা। ফুসফুস, অণ্ডকোষ, মস্তিষ্কে অক্সিজেন পৌঁছনো সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত। কিছুটা সুস্থ হওয়ার পর শুক্রবার রাতে কলকাতার চিনার পার্কের বাড়িতে ফিরে যান তিনি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ষষ্ঠবার কেষ্ট মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে খবর, আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে হাজিরা দিতে হবে অনুব্রতকে। আগেই অনুব্রতর সবরকম রক্ষাকবচ তুলে নিয়েছে হাইকোর্ট। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার রাস্তাটাও সিবিআইয়ের কাছে সহজ হয়ে গিয়েছে অনেকটা। গরু এবং কয়লা পাচার কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই তদন্তের স্বার্থেই অনুব্রতকে তলব। শারীরিক অসুস্থতার কারণে এতদিন হাজিরা দিতে পারেননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।
আরও পড়ুন: Communal Harmony: শেষ ইচ্ছা মেনে মাইসোরে হিন্দু মহিলার শেষকৃত্য সারলেন প্রতিবেশী মুসলিম যুবকরা