ওপেন পোর্সের সমস্যা থেকে রেহাই পেতে রাতের বিউটি রুটিনে এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে ওপেন পোর্স অনেকটা কমবে, ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে। এছাড়া এই তীব্র গরমে রোদে ক্ষতিগ্রস্ত ত্বকের শুশ্রুষা করে তুলতে দারুণ কার্যকরী এই মেথি ও মুলতানি মাটির প্যাক।
মেথি ও মুলতানি মাটির প্যাক তৈরি করে মুখে লাগান। এই প্যাক তৈরি করতে লাগবে–
উপকরণ
প্যাক বানানোর বিধি
কীভাবে ব্যবহার করবেন-