কলকাতা, ২১ এপ্রিল : দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে তেমন কিছু বলতে চাইলেন না । কেবল তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, সময় হলে সব ঠিক হয়ে যাবে, বক্তা সুকান্ত মজুমদার ।
বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে সাংগঠনিক সভা করতে গিয়ে এক প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, “আমার ঘোষিত নীতি রয়েছে । আমি বিজেপি নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করি না ।” এর পরই তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, সময় এলে সব ঠিক হয়ে যাবে । সবার সঙ্গে কথা হচ্ছে ।
রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এ দিন রাজ্যের সরকারকে নিশানা করেন সুকান্ত । বলেন, “রাজ্য সরকারের অপদার্থতার জন্যে রাজ্যের আইন শৃঙ্খলার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে । যে ধরনের শৃঙ্খলা থাকা উচিৎ তা নেই । অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে অপরাধ যে ভাবে মোকাবিলা করা হচ্ছে এ রাজ্যে তা হচ্ছে না । এ রাজ্যে অপরাধীদের কেউ শাস্তি পাচ্ছে না ।”
এ দিন সকালেই দিলীপ ঘোষ বলেন, সুকান্ত মজুমদার সবে দায়িত্ব পেয়েছেন । অভিজ্ঞতা কম আছে । দল কত বছর ধরে লড়াই করেছে । বহু যোগ্য ব্যক্তি আছেন, এত বড় আন্দোলন সংগঠিত করেছেন । বহু নেতা আছেন, যাদের বিশ্বাস করে লোকেরা রাস্তায় নেমেছেন । সেই লোকগুলোকে গুরুত্ব দেওয়া উচিত । নেতৃত্বে পরিবর্তন হতেই থাকবে । আমাদের দলে শিষ্টাচার অনুযায়ী নতুন নেতৃত্ব আসবেন । তাই দলটা এখনও বেঁচে আছে । এর পরই তাঁরই সংযোজন, যোগ্য লোকগুলোকে দল থেকে বাদ দিলে হবে না । তাদের অভিজ্ঞতার গুরুত্ব দিতে হবে, সেই অভিজ্ঞতার লাভ নিতে হবে । তার পরই বেলায় সদর দফতরের বাইরে দেখা গেল বিক্ষোভ ।
আরও পড়ুন: Bengal BJP: সরাতে হবে অমিতাভদের, দাবি জানিয়ে সদর দফতরে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের