ধূপগুড়ি: গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বৃষ্টির অপেক্ষায় সাধারণ মানুষ। এরই মাঝে জলপাইগুড়ির ধূপগুড়ি শহর ও ব্লক জুড়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। যা নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর। যদিও ধূপগুড়ি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এমন কোনও খবর তাদের কাছে নেই।
হাসপাতাল সূত্রে খবর, গত এক সপ্তাহে বহু রোগী বমি, পেট খারাপ নিয়ে হাসপাতালে আসছে।। ধূপগুড়ি হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগী সংখ্যা। জানা গিয়েছে, হাসপাতালে বেশ কয়েকজন জন রোগি ভর্তি রয়েছেন বমি, পেট খারাপ নিয়ে। এমনকী আউটডোরেও জ্বর, বমি, পেট খারাপের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য আসছে রোগীরা। প্রায় প্রতিদিন হাসপাতালের আউটডোরে ৩০০ থেকে ৩৫০ রোগী ভিড় করছে।
আরও পড়ুন : Bankura BJP: বিধায়ক, সাংসদকে মাসোহারা দিলেই পদ মিলবে বিজেপিতে, বোমা ফাটালেন বাঁকুড়ার পদচ্যুত মণ্ডল সভাপতি
পাশাপাশি শিশুদের মধ্যে এই উপসর্গ দেখা যাচ্ছে। যার ফলে চিন্তিত শিশুর অভিভাবককে রোগীদের আত্মীয়রা। সূত্রের খবর, আবহাওয়ার পরিবর্তনের কারণে প্রতিবছর এই সময় স্ট্রং ডায়রিয়া হয়ে থাকে। যদিও জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ডায়রিয়ার প্রকোপের বিষয়টি অস্বীকার করা হয়েছে।