ময়নাগুড়ি: ময়নাগুড়ির নাবালিকা নির্যাতনের ঘটনায় আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। নাবালিকার বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এই অভিযুক্তের বিরুদ্ধে।ওই হুমকির পরই নাবালিকা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেস্টা করে বলে পরিবারের অভিযোগ।
পুলিস জানিয়েছে, ওই যুবকের নাম অবিনাশ রায়।মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।আজ তাকে এবং বাকি দুই অভিযুক্ত অজয় রায় এবং বিজয় রায়েকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।অজয় রায় এবং তার ভাই তৃণমুল নেতা বিজয় রায়েকে আগেই আদালতে তোলা হয়েছিল। তাদের চারদিনের পুলিস হেফাজতের মেয়াদ শেষ হয়েছে ।মঙ্গলবার ৩ অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।আদালত তাদের চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, মাসখানেক আগে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। অজয় রায় নাম ওই যুবক শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ বলে পুলিস এতদিন গ্রেফতার করেনি। শুধু তাই নয়, অভিযুক্তদের পক্ষ থেকে ক্রমাগত হুমকি আসছিল। একাধিকবার প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। আর এই হুমকি সহ্য করতে না-পেরে শুক্রবার সকালে নির্যাতিতা নাবালিকা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে৷
আরও পড়ুন Kaliyaganj Rape: কালিয়াগঞ্জে কিশোরী ধর্ষণে দোষীর মৃত্যুদণ্ডের দাবি তুললেন জেলা তৃণমূল নেত্রী