ভারতীয় ক্রীড়া জগতের ইন্দ্রপতন। বুধবার চলে গেলেন অলিম্পিকসে দু’বারের সোনাজয়ী হকি খেলোয়াড় কেশব দত্ত। বয়স হয়েছিল ৯৫ বছর।
১৯৪৮ লন্ডন অলিম্পিকে ভারতের সোনা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৯৫২ সালে হেলসিনকি অলিম্পিকে তিনি আরও একবার সোনা এনে দিয়েছেন ভারতকে।
এই কিংবদন্তি হকি তারকা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাত ১২টা ৪৮ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার ট্যুইটারে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।