নববর্ষ ও সপ্তাহন্ত এক সাথে পড়ে যাওয়ায় ছোটখাটো আউটিং সেরে ফেলেছেন অনেকেই। ছুটিয়ে কাটিয়ে এবার ব্যস্ত জীবনে ফেরার পালা। ছুটির হ্যাংওভার ও মনডে ব্লুজ কে সঙ্গে নিয়েই প্রচণ্ড গরমে শুরু হচ্ছে এই সপ্তাহ। এদিকে এরই মধ্যে স্থান বদল করেছে রাহু, কেতু ও বৃহস্পতি। এই স্থান পরিবর্তন আপনার রাশির ওপর কতটা প্রভাব ফেলবে কেমন যাবে গোটা সপ্তাহ জেনে নিন-
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
Pisces (Feb 19-March20)
সপ্তাহের শুরুতেই মীন রাশির জাতকদের মধ্যে অস্থিরতা থাকবে। পরিস্থিতি এমন তৈরি হবে যে যারা শুভানুধ্যায়ী তাদের প্রতিও সংশয় তৈরি হবে। ধর্মের প্রতি আস্থা, ধ্যান ধারণা সব ক্ষেত্রেই নেতিবাচক মনোভাব তৈরি হবে। তবে মঙ্গলবার ও বুধবার থেকে চন্দ্রের অবস্থান পরিবর্তন হলে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এই সপ্তাহে পরিবারের জন্য আলাদা করে সময় বার করার কাজ কঠিন হবে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- বৃহস্পতিবার ও শুক্রবার ব্যস্ততা একেবারে তুঙ্গে থাকবে। নতুন কাজে মনোনিবেশ করতে হবে। তবে শনিবার আর্থিক লাভের দিক দিয়ে ভাল হবে।
চাকরি ও ব্যবসা- কেনা বেচায় লাভের সম্ভাবনা আছে। চাকরি পরিবর্তনের জন্য ভাল সময়।
শিক্ষা- শিক্ষার্থীদের মধ্যে এই সপ্তাহে পড়াশোনার বদলে অন্যান্য বিষয়ে আকর্ষণ বাড়বে।
স্বাস্থ্য- ত্বকে ইনফ্লেমেশন বা জ্বালা যন্ত্রণার সমস্যা বাড়তে পারে।
প্রেম– মনের মানুষের সঙ্গে মন খুলে কথা বলার সময় পাবেন এই সপ্তাহে। সেই সুযোগের সদ্ব্যবহার করুন। এই সময়টা সম্পর্ক ভাল করার জন্য খুবই ভাল।
আরও পড়ুন:
মেষ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
বৃষ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
মিথুন রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
কর্কট রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
সিংহ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
কন্যা রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
তুলা রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
বৃশ্চিক রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
ধনু রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
মকর রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ
কুম্ভ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
(ছবি সৌ: Pixabay)