নববর্ষ ও সপ্তাহন্ত এক সাথে পড়ে যাওয়ায় ছোটখাটো আউটিং সেরে ফেলেছেন অনেকেই। ছুটিয়ে কাটিয়ে এবার ব্যস্ত জীবনে ফেরার পালা। ছুটির হ্যাংওভার ও মনডে ব্লুজ কে সঙ্গে নিয়েই প্রচণ্ড গরমে শুরু হচ্ছে এই সপ্তাহ। এদিকে এরই মধ্যে স্থান বদল করেছে রাহু, কেতু ও বৃহস্পতি। এই স্থান পরিবর্তন আপনার রাশির ওপর কতটা প্রভাব ফেলবে কেমন যাবে গোটা সপ্তাহ জেনে নিন-
তুলা (সেপ্টেম্বর২৩- অক্টোবর ২২)
Libra (Sep 23-Oct 22)
কেতু এবং চন্দ্রের এই স্থান পরিবর্তনের ফলে তুলা রাশির জাতকরা লাভবান হবেন। এই যোগ সরকারী কাজে সাহায্য করবে এবং প্রভাব বাড়াতে সাহায্য করবে। সমকক্ষদের মধ্যে এই রাশির জাতকরা শ্রেষ্ঠ থাকবেন এবং নিজের কথা বোঝাতে এবং তা অন্যদের মানতে সহজেই প্রভাবিত করতে পারবেন। কাজের পরিধি বাড়বে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- মঙ্গলবার ও বুধবারে স্থায়ী সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং সহজেই সফল হবে। বৃহস্পতিবার ও শুক্রবার নিজের কাজের মাধ্যমে অন্যদের আকর্ষিত করতে সফল হবেন। গোটা সপ্তাহ মোটের ওপর বেশ ভালই কাটবে কবে শনিবার কোনও কারণে চিন্তা পিছু ছাড়বে না।
চাকরি ও ব্যবসা- চাকরির ক্ষেত্রে বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই তবে ব্যবসার ক্ষেত্রে নতুন প্রস্তাব পেতে পারেন।
শিক্ষা- বাচালতা কম করতে হবে। বড়দের কথা শুনে চললে ভাল ফল হবে।
স্বাস্থ্য- আঙুলের সমস্যা ভোগাতে পারে।
প্রেম– মনের মানুষের কাছ থেকে উপহার পাবেন। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার যোগ রয়েছে।
আরও পড়ুন:
মেষ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
বৃষ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
মিথুন রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
কর্কট রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
সিংহ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
কন্যা রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?