Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ |
K:T:V Clock
দিলীপ সাবের বাংলার ভুল ধরিয়ে দিতেন সুচিত্রা
অরণ্য সেন Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১, ০১:৪৪:০৪ পিএম
  • / ৮১০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

বর্ষীয়ান চলচ্চিত্র সাংবাদিক রঞ্জন দাশগুপ্ত র সঙ্গে কথোপকথনের ভিত্তিতে এই প্রতিবেদনটি লেখা হয়েছে। বর্ষীয়ান এই সাংবাদিকের সঙ্গে দিলীপ কুমারের প্রায় ২৫ বছরের সম্পর্ক। এই মুহূর্তে তিনি দিলীপ কুমারের অভিনয় জীবন নিয়ে বই লিখতে ব্যস্ত।

বলিউডের সর্বকালের অন্যতম সেরা অভিনেতা দিলীপ কুমারের অভিনয় জীবনের সঙ্গে বাংলা এবং বাঙালির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দিলীপ কুমার অভিনয় জগতে পদার্পণ করেছিলেন ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবি দিয়ে। এই ছবির পরিচালক ছিলেন একজন বাঙালি। তাঁর নাম অমিয় চক্রবর্তী। কলকাতা থেকে মুম্বই পাড়ি দিয়েছিলেন দিলীপ ১৯৪০ সালে। দিলীপ কুমারের তৃতীয় ছবি ‘মিলন’। এ ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৌকাডুবি’ অবলম্বনে তৈরি হয়েছিল। এই ছবির পরিচালক ছিলেন একজন বাঙালি। যিনি মুম্বইয়ের একজন প্রখ্যাত পরিচালক নীতিন বসু। দিলীপ কুমারের ফিল্মি কেরিয়ারের শুরু থেকেই বাঙালিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা। মনে মনে তিনি বাঙালি প্রতিভার কদর করতেন। সে কথা তিনি ঘনিষ্ঠদের কাছে ব্যক্ত করেছেন অনেক সময়। অমিয় চক্রবর্তী,নীতিন বসু ছাড়াও বিমল রায়, হৃষিকেশ মুখোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় অভিনেতা ছিলেন দিলীপ কুমার।

আরোও পড়ুন: “সাগিনা মাহাতো”র প্রয়াণে শোকজ্ঞাপন সমস্ত মহলের

 

বাংলা ভাষা খুব যত্ন করে তিনি শিখেছিলেন চিত্রনাট্যকার নব্যেন্দু ঘোষের কাছে। পরে নব্যেন্দুবাবুর চিত্রনাট্য করা ‘দেবদাস’ ও ‘ইহুদি’ ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি। ‘ফিল্মফেয়ার’ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন তিনি ‘দেবদাস’ ছবির জন্য। সুচিত্রা সেনকে ‘দেবদাস’এ পার্বতী চরিত্রের জন্য নির্বাচন করেন বিমল রায়৷ দিলীপ কুমার  সায় দিয়েছিলেন।এই ছবির শুটিং পর্বে সুচিত্রার সঙ্গে তাঁর এক মধুর সম্পর্ক গড়ে ওঠে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে বাংলায় কথা বলতেন দুজনে। আর তখনই দিলীপের বাংলা বাচনভঙ্গির ভুল ধরিয়ে সুচিত্রা হাসাহাসি করতেন। আবার শিখিয়েও দিতেন। এ ভাবে দুজনেই ব্যাপারটা বেশ উপভোগ করতেন।

নীতিন বসুর মাধ্যমে তপন সিনহার সাথে দিলীপ কুমারের অন্তরঙ্গতা গড়ে ওঠে। সালটা ১৯৫৮। তপন সিনহার ইচ্ছে ছিল তাঁকে নিয়ে একটি বাংলা ছবি করানোর। এ ছাড়া উত্তম কুমারের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল। উত্তমকুমার শ্রদ্ধাভরে তাঁকে ‘ইউসুব দা’ বলতেন। দিলীপের মতে উত্তম ছিলেন সে সময় ভারতের একজন সেরা অভিনেতা। উত্তমকুমার ব্যক্তিগতভাবে স্বীকার করেছিলেন মুখের আদলে মিল না থাকা সত্ত্বেও ‘রাজকুমার সেলিমে’র চরিত্রে ‘মুঘল-ই-আজম’ এর দিলীপের অভিনয় ‘মেথড অভিনয়’ এর এক উজ্জ্বল উদাহরণ ।
উত্তম কুমার ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় সুপ্রিয়া চৌধুরী ও মাধবী মুখোপাধ্যায়কেও যথেষ্ট সম্মানের চোখে দেখতেন দিলীপ। তাঁদের অভিনয় ক্ষমতার প্রশংসা করেছিলেন তিনি। ছবি বিশ্বাস ও পাহাড়ি সান্যালকে গুরুজ্ঞানে সম্মান করতেন।

আরোও পড়ুন:অ্যাকশনে হাতেখড়ি সৌরভের

জরাসন্ধের গল্প অবলম্বনে ‘পাড়ি’ ছবি দিয়ে দিলীপের বাংলা ছবিতে হাতেখড়ি। এর আগে ১৯৬১ সালে তাঁর সবচেয়ে বড় হিট-দিলীপ কুমারের নিজের প্রযোজনা ও তাঁর নিজেরই চিত্রনাট্য করা ছবি ‘গঙ্গা-যমুনা’ পরিচালনা করেছিলেন সেই নীতিন বসু। ‘পাড়ি’ ছবিটি অবশ্য পরিচালনা করেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সে ছবিতে দিলীপ কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। ছবিতে ধর্মেন্দ্রর বাংলা সংলাপ অন্যকে দিয়ে ডাব করা হয়েছিল, কিন্তু দিলীপ নিজেই বাংলা বলেছিলেন। ভারতের আন্দামান জেলে প্রথম শুটিং হয়েছিল ‘পাড়ি’ ছবির। এই ছবিতে অভিনেত্রী প্রণতি ভট্টাচার্যকে দেখে দিলীপ কুমারের আবেগ ভরা কন্ঠে সংলাপ,’তোমাকে আমি কেমন করে বাঁচাবো, তুমি নিজের কথা নিজে না বললে’! বিশেষ এই সংলাপটিতে দিলীপ কুমার তিনটি মডিউলেশন দিয়েছিলেন। যার উচ্চ প্রশংসা করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। নিজের প্রায় প্রতিটি ছবির প্রিমিয়ারে দিলীপ কুমার কলকাতায় আসতে ভালোবাসতেন। তপন সিনহা অবশেষে দিলীপকে তাঁর জীবনের শ্রেষ্ঠ অভিনয় পরিচালনা করেছিলেন ‘সাগিনা মাহাতো’ ছবিতে। এটি লিখেছিলেন গৌরকিশোর ঘোষ। এই ছবিতে দিলীপ ‘মেথড’ ভেঙে অভিনয় করেছিলেন। দার্জিলিংয়ের ট্রয় ট্রেন চলাকালীন আনন্দে শিশুর মত লাফাতে থাকা দিলীপের অভিনয় দর্শকরা চিরদিন মনে রাখবে।  এই ছবির শুটিং পর্বেই অনিল চট্টোপাধ্যায় ও অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দারুণ সখ্য গড়ে ওঠে তাঁর। শুটিংয়ের ফাঁকে ফাঁকে বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রর লেখা থেকে অনর্গল উদ্ধৃতি দিতেন দিলীপ। রবীন্দ্রনাথ,শরৎচন্দ্র ছিল তার অত্যন্ত প্রিয় লেখক। ‘সাগিনা মাহাতো’তে অভিনয় করে তিনি ‘বি এফ জে’র শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। সে পুরস্কার তাঁর হাতে তুলে দিয়েছিলেন সত্যজিৎ রায়।’সাগিনা মাহাতো’তে দিলীপ কুমারের অভিনয় বাঙালি দর্শকদের মনে গেঁথে বসে আছে।চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের সঙ্গেও তার কথা হতো। একবার দিল্লিতে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন দিলীপ কুমার মৃণালবাবুর সঙ্গে।
এ ছাড়া ১৯৭৭ সালে ইডেন গার্ডেনে এক প্রীতি ক্রিকেট ম্যাচে দিলীপ মিলিত হয়েছিলেন উত্তম কুমার, রাজ কাপুর ও অন্যান্য শিল্পীর সাথে। এই প্রীতি ক্রিকেট ম্যাচে তিনি ৫০ রানও করেছিলেন।
‘শক্তি’ ছবিতে যখন অমিতাভকে অভিনয়গুণে হারিয়ে নজির সৃষ্টি করেছিলেন, তখন তপন সিনহা বলেছিলেন,’যেমন উত্তম কুমার একটা হয়, তেমনি দিলীপ কুমার ও একটাই হয়’। তারপর ১৯৯৩ সালে বিলায়েৎ খাঁর সঙ্গে কলকাতায় এসেছিলেন দিলীপ কুমার। শেষবারের মতো দিলীপ কুমার কলকাতায় এসেছিলেন ২০০৫ সালে ‘বি এফ জে’র লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার নিতে। সেবার তিনি পুরস্কার নিয়েছিলেন তপন সিনহার হাত থেকে।

তিনি চলে গেছেন এক অজানা দেশে। যেখান থেকে আর কোনও দিন তিনি ফিরবেন না। কিন্তু রেখে গেছেন হৃদয় স্পর্শ করা এক শিল্প সৃষ্টি, যা শিল্পরসিক মানুষ চিরদিন মনে রাখবে। তাঁকে বাংলা এবং বাঙালির সশ্রদ্ধ প্রণাম।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অপারেশন সিঁন্দুর’, ISRO’র ভূমিকা কতটা? জানলে গর্বিত হবেন আপনিও
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
তৃণমূলে যোগ বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লার
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
বিয়ে বাড়ির ভোজ খেয়ে অসুস্থ ৫০, ভর্তি করা হল হাসপাতালে
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
সিন্ধু জলচুক্তি নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি পাকিস্তানের
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
অনুষ্কার অযোধ্যার বাড়িতে বিরাট! ভাইরাল মিষ্টি মুহূর্তের ছবি
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
লক্ষ্মী পুরীর মানহানি মামলা, তৃণমূলের সাকেত গোখলেকে সংবাদমাধ্যমে ক্ষমার নির্দেশ আদালতের
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
কর্নেল কুরেশিকে নিয়ে কু-মন্তব্যে সুপ্রিম কোর্টেও ছাড় পেলেন না বিজেপি মন্ত্রী
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষিয়ান পরিচালক প্রভাত রায়! কী হয়েছে তাঁর!
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
পুলওয়ামায় চলছে এনকাউন্টার, মৃত ৩ জঙ্গি
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
চলন্ত বাসে অগ্নিকাণ্ড! দুই শিশু সহ পাঁচ যাত্রীর মৃত্যু
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
তুরস্কে কোন ভারতীয় ছবি-র শুটিং নয়! বিবৃতি জারি
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
সুপ্রিম কোর্টে আজকের মতো মুলতুবি ওয়াকফ মামলা, এরপর কী হবে?
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
অপারেশন সিঁদুরের পর জম্মু-কাশ্মীরে রাজনাথ সিং, দেখুন সরাসরি
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
আদালত অবমাননা, ওয়াকফ নিয়ে খেপে গেল সুপ্রিম কোর্ট
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
সাঁইথিয়ার পর এবার সিউড়িতে বিস্ফোরণ
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team