কলকাতা: কলকাতা পৌরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের হরিণবাড়ি লেন হঠাৎই রণক্ষেত্রের চেহারা বৃহস্পতিবার। অভিযোগ, কলকাতা পৌরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন দুষ্কৃতী এসে হঠাৎই হামলা চালায় মোহম্মদ মেহেরাজ নামে এক ব্যক্তির উপর। এই হামলায় আহত হন প্রায় তিন জন। এখনও পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে বউবাজার থানার পুলিস।
স্থানীয় সূত্রে খবর, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ভাইয়ের সঙ্গে বচসা হয় মোহম্মদ মেহেরাজ নামে এক ব্যক্তির। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। মেহেরাজ জানান, তিনি তাঁর মাকে নিয়ে ডাইলেসিস করাতে যাচ্ছিলেন। সে সময় তাঁর গাড়িতে ধাক্কা মারে কাউন্সিলরের ভাই। তারপরই তাঁকে গালিগালাজ করতে শুরু করে। তিনি প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয় রাস্তায়। পরবর্তীতে ৩৯ নম্বর ওয়ার্ড থেকে স্বয়ং কাউন্সিলর গিয়ে পৌঁছয় ৪৩ নম্বর ওয়ার্ডে এবং মোহম্মদ মেহেরাজের পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় বউবাজার থানায় অভিযোগ জানানো হয়েছে। ৩৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর আয়েশা কানিজের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। ৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসীমউদ্দীনের অভিযোগ, এই ঘটনার পিছনে আয়েশা কানিজ যুক্ত। তার নির্দেশেই হামলার চালানো হয়েছে। যদিও আয়েশা কানিজ এই ঘটনা অস্বীকার করেছেন।
আরও পড়ুন: Weather Updates: রেকর্ড গরম রাজ্যে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি