কলকাতা: পেট্রল-ডিজেলের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে চৈত্রের রোদ। ফলে অস্বস্তি ক্রমেই বাড়ছিল দক্ষিণবঙ্গবাসীর। উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে বাড়ছিল গরম। এরই মধ্যে সুখবর শোনাল হাওয়া অফিস। নতুন বছরে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। দু-এক জায়গায় দমকা হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মুর্শিদাবাদ এবং মেদিনীপুরের কিছু অংশে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। শুক্রবার তাপমাত্রা কিছুটা বাড়বে। পুবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢোকায় অস্বস্তি বাড়তে পারে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দিয়েছে। এর ফলে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস বলেন, ‘উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টির সঙ্গে দু-এক জায়গায় দমকা হাওয়া বইতে পারে।’ আগামী চার-পাঁচদিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: Adhir On Governor: রোজ রোজ জ্ঞান দিচ্ছেন, রাজ্যপালকে তীব্র কটাক্ষ অধীরের
পশ্চিমের চার জেলা- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। তাপমাত্রা পৌঁছতে পারে চল্লিশের ঘরে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে।