বেঙ্গালুরু/নয়াদিল্লি: সন্তোষ পাতিলের মৃত্যুর উত্তেজনার আঁচ গিয়ে পড়ল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির বাসভবনে৷ কর্নাটকের মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার ইস্তফার দাবিতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস৷ অভিযোগ, ঈশ্বরাপ্পার জন্যই আত্মঘাতী হয়েছেন কন্ট্রাক্টর সন্তোষ পাতিল৷ সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছেন মন্ত্রীর নামও৷ তারপরই ঈশ্বরাপ্পার ইস্তফার দাবিতে সরব কংগ্রেস৷ যদিও মন্ত্রী জানিয়েছেন, তিনি ইস্তফা দেবেন না৷
মঙ্গলবার সকালে উদুপির একটি লজে উদ্ধার হয় সন্তোষ পাতিলের দেহ৷ তাঁর মৃতদেহের কাছেই মেলে একটি সুইসাইড নোট৷ সেখানে তিনি মন্ত্রী ঈশ্বারাপ্পাকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করেন৷ সুইসাইড নোট থেকে জানা গিয়েছে, গ্রামোন্নয়ন দফতরে ৪ কোটি টাকার একটি কাজের বরাত পেয়েছিলেন সন্তোষ৷ কাজ শেষে বিল ক্লিয়ারিংয়ের জন্য মন্ত্রীর কাছে গিয়েছিলেন৷ কিন্তু ঈশ্বরাপ্পা ও তাঁর সহযোগীরা ৪০ শতাংশ কমিশন চান৷ সুইসাইড নোটে ওই কন্ট্রাক্টর লিখেছেন, ‘মন্ত্রী ঈশ্বরাপ্পা একমাত্র আমার মৃত্যুর জন্য দায়ী৷ আমার সব আশা-আকাঙ্খাকে সরিয়ে এই চরম সিদ্ধান্ত নিচ্ছি৷ হাতজোড় করে আমি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং লিঙ্গায়েত নেতা বিএস ইয়েদুরাপ্পা এবং বাকিদেরও বলছি, আমার স্ত্রী ও সন্তানদের যতটা সম্ভব সাহায্য করবেন৷’
সন্তোষের মৃত্যুর পরই মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান মৃতের ভাই প্রশান্ত৷ পুলিসের কাছে এফআইআরে ঈশ্বরাপ্পা ছাড়াও তাঁর দুই সহযোগী বাসবরাজ এবং রমেশের নাম রয়েছে৷ কন্ট্রাক্টরের মৃত্যুতে মন্ত্রীর ইস্তফার দাবিতে রাস্তায় নামে কংগ্রেস৷ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মীরা৷ অন্যদিকে অভিযুক্ত মন্ত্রীর দাবি, তিনি কোনওদিন সন্তোষকে দেখেননি৷ ইস্তফার দাবিও উড়িয়ে দিয়েছেন৷ যদিও সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব ঈশ্বরাপ্পাকে পদত্যাগের কথা বলতে পারে৷ কন্ট্রাক্টরের মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানান, পদক্ষেপ নেওয়ার আগে তিনি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন৷
আরও পড়ুন: Pohela Boishakh 2022: ডিজিটাল ভারতে চাহিদা কমেছে হিসাব রাখার খাতার