কালি জমেছে চোখের কোনে। এদিকে পয়লা বৈশাখের আগে চোখের এই কালি আপনার কপালে চিন্তার ভাজ ফেলেছে। মুখের ত্বক যতই উজ্জ্বল হোক না কেন চোখে যদি ক্লান্তির ছাপ থাকে তা হলে উত্সবের দিনে পার্ফেক্ট লুকের স্বপ্ন অধরাই থেকে যাবে। তবে চিন্তার কিছু নেই প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি বেশ কয়েকটি ঘরোয়া উপায়ে দ্রুত সারিয়ে তুলতে পারেন ডার্ক সার্কেল, কিংবা চোখের ক্লান্তি। ব্যবহারের দু’দিনের মধ্যেই উপকার পাবেন। গরমে চোখে আরাম দেবে আবার চোখের ত্বক সুন্দর করে তুলবে দারুণ এই সব ঘরোয়া টোটকা। কীভাবে ব্যবহার করবেন দেখে নিন-
গোলাপ জল ও অ্যালোভেরা জেল দিয়ে এভাবে করুন চোখের যত্ন-
উপকরণ
গোলাপ জল- ১/২ ছোট চামচ
অ্যালোভেরা জেল- ১/২ ছোট চামচ
তুলোর ছোট টুকরো- ২টো
ব্যবহারের বিধি
একটি পাত্রে গোলাপ জল ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ তুলোর সাহায্যে চোখের আশেপাশের ত্বকে ভাল করে লাগিয়ে নিন। তবে এই মিশ্রণ যেন চোখের ভেতরে না যায় এই নিয়ে সতর্ক থাকতে হবে। অন্তত পনেরো মিনিট এই মিশ্রণ লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
গ্রিন টি আইসকিউবস দিয়ে এভাবে নিন চোখের যত্ন
উপকরণ
গ্রিন টি- ১ কাপ
আইস ট্রে
ব্যবহারের বিধি
প্রথমে একটি প্যানে জল ফুটিয়ে নিন। এবার এই জলে গ্রিন টি দিয়ে দিন এবং ফুটিয়ে নিন। এবার এই জল ছেঁকে নিয়ে ঠাণ্ডা করে নিন।
এবার এই জল আইস ট্রেতে ঢালুন ও আইস কিউব জমিয়ে নিন।
আইস কিউব তৈরি হয়ে গেলে তা সুতির কাপড়ে মুড়ে নিয়ে চোখে কম্প্রেস করুন।
দেখবেন গ্রিন-টির এই কোল্ড কম্প্রেস ডার্ক সার্কেল অনেকটাই কমিয়ে দেবে।
অলিভ অয়েল ও মধু দিয়ে চোখের যত্ন নিন এইভাবে
উপকরণ
ভার্জিন অলিভ অয়েল- ১/২ ছোট চামচ
মধু- ৫ ফোঁটা
হলুদ – ১ চিমটে
ব্যবহারের বিধি
একটি পাত্রে অলিভ অয়েল, মধু ও হলুদ গুঁড়ো এক সঙ্গে মিশিয়ে নিন।
এবার এই মিশ্রণ চোখের চারপাশে লাগিয়ে নিন। প্রায় পনেরো মিনিট চোখের চারপাশে এই মিশ্রণ লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
এই ঘরোয়া টোটকায় খুব দ্রুত উপকার পাবেন।