ব্রুকলিন: নিউইয়র্কের মেট্রো স্টেশনে (36th Street Station) বন্দুকবাজের হামলা। ব্রুকলিনে (Brooklyn) বন্দুকের গুলিতে বেশ কয়েকজন যাত্রীর হতাহতের আশঙ্কা (Brooklyn Subway Attack)। ভিড়ের মধ্যে ওই বন্দুকবাজ আচমকাই অনবরত গুলি চালাতে শুরু করে । যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। গুলিতে অনেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে।এই ঘটনার পরে মেট্রো চলাচল ব্যাহত হয়ে পরে। সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে এই ঘটনায় ১৬জন জখম হয়েছেন।
নিউইয়র্ক পুলিস জানায়, ঘটনাস্থল থেকে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। তবে পুলিস গ্যাস মাস্ক পড়া এক নিরমান কর্মীর খোঁজ চালাচ্ছে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর বিবরণের ভিত্তিতে ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছে। তার মুখে গ্যাস মাস্ক ছিল আর পরনে ছিল নির্মাণ কর্মীর পোশাক।
In regard to the multiple people shot at the 36th Street subway station in Brooklyn, there are NO active explosive devices at this time. Any witnesses are asked to call @NYPDTips at #800577TIPS. Please stay clear of the area. More provided information when available. pic.twitter.com/8UoiCAXemB
— NYPD NEWS (@NYPDnews) April 12, 2022
https://twitter.com/GautamPolitical/status/1513875539576365068?s=20&t=I66vu1MJAmbmYgAEvSFv5Q
নিউইয়র্ক পুলিস জানায়, সকাল সাড়ে ৮টা নাগাদ অফিসের ব্যস্ত সময় ওই হামলা ঘটে ব্রুকলিনের 36 Street Subway Station -এ । প্রত্যক্ষদর্শী কেউ কেউ জানান, স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনও একটি ট্রেনে স্মোক বম্ব জাতীয় কিছু রাখা ছিল। মুখোশধারী এক ব্যক্তি সেটিকে তাক করে গুলি চালায়। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পরে যায় ট্রেনের মধ্যে এবং প্ল্যাটফর্মে অনেকেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে।
@POTUS has been briefed on the latest developments regarding the New York City subway shooting. White House senior staff are in touch with Mayor Adams and Police Commissioner Sewell to offer any assistance as needed.
— Karine Jean-Pierre Archived (@PressSec46) April 12, 2022
মুহূর্তের মধ্যে পুলিস ও দমকল এসে পৌঁছয়। বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। সমস্ত গেট বন্ধ করে তল্লাশি। নামানো হয় গোয়েন্দা কুকুরও। পুলিসের প্রাথমিক রিপোর্ট অন্তত ১৬ জন জখমজ হয়েছেন।তাঁর মধ্যে ১০ জনের গুলি লেগেছে।বাকি ৬ জন আহত হয়েছেন। জঙ্গি হামলা কি না, সে ব্যপারে পুলিস এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না। আবার পুলিস জঙ্গি হামলার আশঙ্কা একেবারে উড়িয়েও দিচ্ছে না।
আরও পড়ুন বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার লড়াই ইংল্যান্ডের দুই দলের
Deeply disturbed by horrific shooting in Brooklyn today. We are in touch with local authorities. Our prayers and thoughts with those injured.@NYCMayor @MEAIndia
— India in New York (@IndiainNewYork) April 12, 2022