Placeholder canvas
কলকাতা সোমবার, ২৬ মে ২০২৫ |
K:T:V Clock
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার লড়াই ইংল্যান্ডের দুই দলের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: মানস চক্রবর্তী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ০৬:৪৯:৫৭ পিএম
  • / ৩৯৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: মানস চক্রবর্তী

ইংল্যান্ডের ফুটবলে তারা অনেক দিনই বড় নাম। প্রিমিয়ার লিগ কিংবা এফ এ কাপে তাদের জয়জয়কার চলছে বহু দিন ধরেই। কিন্তু ইংল্যান্ডের সীমানা ছাড়িয়ে ফুটবল যখনই ইউরোপের আঙিনায় চলে যায় তখনই সব জারিজুরি শেষ হয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটির। গত বছর তারা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল। তাদের থেকে অনেক দূরে ছিল রানার্স চেলসি। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেই চেলসির কাছেই ০-১ গোলে হেরে গেল ম্যান সিটি।

এবার তারা আর সেই ভুল করতে চায় না। এবারের কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির লড়াই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। প্রথম লেগে ঘরের মাঠ আল ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যান সিটি ১-০ গোলে হারিয়ে দিয়েছে অ্যাটলেটিকোকে। ফিরতি ম্যাচে বুধবার তাদের লড়াই মাদ্রিদে অ্যাটলেটিকোর ঘরের মাঠে। এবার কি পেপ গুয়েরদিওলার দল পারবে দিয়েগো সিমোনের দলের প্রতিরোধ চূর্ণ করে সেমিফাইনালে উঠতে?

প্রশ্নটা যতই সহজ, উত্তরটা ততটা নয়। অ্যাটলেটিকো এমন একটা দল যারা প্রায়শই অঘটন ঘটাতে পারে। বুধবার যদি সে রকম কিছু একটা ঘটে তাহলে আবাক হওয়ার কিছু নেই। তবে সেটা যাতে না হয় তার জন্য মানসিকভাবে প্রস্তুত সিটির কোচ এবং ফুটবলাররা। গত ম্যাচে সিটি ১-০ গোলে জিতেছিল। সেই ম্যাচে অ্যাটলেটিকো খেলেছিল ৫-৫-০ ছকে। অর্থাৎ পাঁচজন ডিফেন্ডার ও পাঁচজন মিডফিল্ডার। এই ছকে গোল খাওয়ার সম্ভাবনা যেমন কম থাকে, গোল করার সম্ভাবনাও তেমন কম। সেটাই হয়েছে। অ্যাটলেটিকো তেমন আক্রমণ করতে পারেনি যার থেকে গোল হতে পারে। বরং ফিল ফডেনের পাস থেকে গোল করে টিমকে জিতিয়েছেন সিটির অধিনায়ক কেভিন দে ব্রুইন। বেলজিয়ামের এই তারকা ইদানিং গোলের মধ্যে। গত পাঁচটা ম্যাচে সিটির হয়ে ছটা গোল করেছেন। গত রবিবার প্রিমিয়ার লিগে লিভারপুলের সঙ্গে নিজেদের মাঠে ২-২ করেছে সিটি। সেই ম্যাচেও গোল আছে কেভিনের। তাঁর পাশে মাজেশ মহারাজ, গ্যাব্রিয়েল জেসুস, রহিম স্টার্লিংরা তো আছেনই। তাই গোল পেতে সমস্যা নাও হতে পারে সিটির। কিন্তু অ্যাটলেটিকো তো ডিফেন্সিভ খোলস ছেড়ে অ্যাটাকিং ফুটবল খেলবে নিজেদের তাগিদেই। সেই অ্যাটাকিং ফুটবলকে কাউন্টার করতে হবে সিটিকে। লুই সুয়ারেজ, আঁতোয়া গ্রিজম্যানরা কিন্তু তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। শেষ পর্যন্ত ফল কী হবে তা নিয়ে আগাম মন্তব্য করা হয়তো যাবে না, কিন্তু একটা উপভোগ্য ম্যাচ যে হবে তা কিন্তু আন্দাজ করই যায়।

বুধবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের অন্য ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে পর্তুগালের বেনফিকা। লিসবনে গিয়ে লিভারপুল জিতে এসেছে ৩-১ গোলে। তাই আনফিল্ডে নিজেদের মাঠে তারা অবস্যই ফেভারিট। জুরগেন ক্লপের টিমের বড় ভরসা তাদের তিন ফরোয়ার্ড। মহম্মদ সালাহ, সাদিও মানে এবং রবের্তো ফিরমিনো। এই ত্রয়ীর যা সম্মিলিত শক্তি তাকে আটকানো বেশ কঠিন বেনফিকার। আর দু গোলে এগিয়ে থাকা লিভারপুল নিজের মাঠে চেষ্টা করবে সেই লিড বাড়াতে না পারলেও ধরে রাখতে। তাই লিভারপুলের সেমিফাইনালে ওঠা শুধু সময়ের অপেক্ষা। তাদের কাজ সহজ। কিন্তু ম্যাঞ্চেস্টার সিটির কাজটা সহজ নয়। তাদের কাজটা বেশ কঠিন। তাই দেখার ইংল্যান্ডের দুই দল একই দিনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যায় কি না।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের ভয় ধরাচ্ছে করোনা, বাংলায় আক্রান্ত ১১
রবিবার, ২৫ মে, ২০২৫
বিকাশ ভবনের সামনে উঠল ব্যারিকেড, বাড়ির পথে চাকরিহারারা?
রবিবার, ২৫ মে, ২০২৫
কঠোর নিরাপত্তায় প্রধানমন্ত্রীর সিকিম সফর, পালজোর স্টেডিয়ামে অভ্যর্থনায় থাকবে ১ লক্ষ মানুষ
রবিবার, ২৫ মে, ২০২৫
ফিরতেও পারি, নাও ফিরতে পারি, সেই ধোঁয়াশাই রেখে গেলেন ধোনি
রবিবার, ২৫ মে, ২০২৫
সামনে ছুটছেন সরকারি আধিকারিকরা, পিছনে মৌমাছির দল
রবিবার, ২৫ মে, ২০২৫
ফের ভাঙড়ে উদ্ধার প্রচুর গাঁজা
রবিবার, ২৫ মে, ২০২৫
গানের শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
রবিবার, ২৫ মে, ২০২৫
ধোনির আইপিএল কেরিয়ারের শেষ জয় কি এটাই?
রবিবার, ২৫ মে, ২০২৫
‘অপারেশন সিঁদুর’-কে ‘অপারেশন ব্লু স্টার’ বলে অস্বস্তিতে কংগ্রেস নেত্রী
রবিবার, ২৫ মে, ২০২৫
পুঞ্চে দুর্গতদের সঙ্গে কথা বলে কী জানালেন রাহুল গান্ধী?
রবিবার, ২৫ মে, ২০২৫
এই বয়সে কার উপর ক্রাশ খেলেন স্বস্তিকা?
রবিবার, ২৫ মে, ২০২৫
২৯৮টি ড্রোন, ৬৯টি মিসাইল দিয়ে ইউক্রেনে পরপর হামলা রাশিয়ার
রবিবার, ২৫ মে, ২০২৫
দল থেকে বহিষ্কৃত দাদাকে নিয়ে কী বললেন লালু-পুত্র তেজস্বী?
রবিবার, ২৫ মে, ২০২৫
পরিচালককে কারারুদ্ধ করেছিল ইরান, কান-এ পেলেন শ্রেষ্ঠ পুরস্কার
রবিবার, ২৫ মে, ২০২৫
সিকিমের ৫০ তম প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে গ্যাংটক আসছেন প্রধানমন্ত্রী
রবিবার, ২৫ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team