গোসাবা: সুন্দরবন বলতেই আমাদের চোখে ভেসে ওঠে নদী বেষ্টিত ম্যানগ্ৰোভ অরণ্য আর রয়্যাল বেঙ্গলের টাইগারের ছবি। কিন্তু রয়্যাল বেঙ্গলের দেখা না পেলেও দেখা হতে পারে সুন্দরবনের কুমিরের সঙ্গে।
সোমবার বিকেলে এমনই দৃশ্যের সাক্ষী থাকল গোসাবা ব্লক স্বাস্থ্য দফতরের কর্মীরা। এদিন ‘ভ্যাকসিন অন বোট’ কর্মসূচি পালন করে ফিরছিলেন গোসাবা ব্লক স্বাস্থ্য দফতরের কর্মীরা। সেইসময় রায়মঙ্গল নদীতে পূর্ণ বয়স্ক একটি কুমির হরিণ শিকার করছিল। সেই ভয়াবহ দৃশ্য নিজেদের মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেন স্বাস্থ্য কর্মীরা। তারপর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি আপলোড করে দিতেই মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এদিন বিকেলে লঞ্চে করে সুন্দরবনের কুমিরমারি দ্বীপ থেকে ফিরেছিলেন তাঁরা। হঠাৎ সেই সময় বাগনা ফরেস্টের কাছেই ঘটনাটি ঘটে। তখনই লঞ্চ থেকে ভিডিওটি করেন তাঁরা। ভাইরাল হওয়া এমন শিহরণ জাগানো ভিডিওটিতে ওই কুমিরটিকে দেখা যায় একটি হরিণকে শিকার করতে। নদীর তীরে হরিণটিকে দেখতেই লাফিয়ে তাঁকে মুখে পুরে টেনে নিয়ে আসে নদীত। আর দৃশ্যটি ধরা পড়তেই চিৎকারে ফেটে পড়েন লঞ্চে থাকা প্রত্যক্ষদর্শীরা। বিয়াল্লিশ সেকেন্ডের ওই ভিডিওটি দেখতে ইতিমধ্যেই ভিড় জমেছে সোশ্যাল মিডিয়ায়।
গতকাল সোমবার সুন্দরবনের বঙ্গপোসাগরে তীরবর্তী দ্বীপ গোসাবা ব্লকের থেকেই চালু হয় ‘ভ্যাকসিন অন বোট’ কর্মসূচি। এই কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগণা জেলার জেলাশাসক পি উল্গানাথন। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ প্রতিমা মণ্ডল এবং জেলার অন্যান্য আধিকারিকরা।