গান্ধিনগর: রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল ৬ জনের। গুজরাতের ভারুচ জেলার ঘটনা। রবিবার রাত ৩টে নাগাদ আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রত্যেকেই ওই কারখানায় শ্রমিকের কাজ করতেন। আহত অবস্থায় একজনকে উদ্ধার করেছে পুলিস। কী কারণে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আহমেদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে দাহেজ ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে কারখানার আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ওই সময় কারখানায় ৬ জন শ্রমিক কাজ করছিলেন। দ্রুত উদ্ধারকারী দল কাজ শুরু করলেও তাঁদের কাউকেই বাঁচানো যায়নি।
ভারুচের পুলিস সুপার লীনা পাটিল বলেন, ওই ৬ জন শ্রমিক চুল্লির কাছে কাজ করছিলেন। দ্রাবক পাতন প্রক্রিয়া চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু। ফরেন্সিক রিপোর্ট আসার পর দুর্ঘটনার কারণ জানা যাবে।
ভারুচে বিস্ফোরণের ঘটনা নতুন নয়। ২০২১-এর অগস্টে ভারুচের দহেজ শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটে। ওই দুর্ঘটনায় একজন নিহত এবং দু’জন গুরুতর আহত হন।