ব্যারাকপুর: কাঁকিনাড়া স্টেশনে রেললাইনের ধারে লেডিস ব্যাগে (Kankinara Bomb Blast) বোমা বিস্ফোরণ। শনিবার দুপুরে শিয়ালদহ কৃষ্ণনগর মেন শাখার কাঁকিনাড়া স্টেশনের চার নম্বর লাইনের ধারে বিস্ফোরণ ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিতে পারছে না রেল কর্তৃপক্ষ। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিস জানায়, এদিন কাঁকিনাড়া স্টেশনের ২৮ নম্বর ও ২৯ নম্বর রেলগেটের মাঝামাঝি এলাকায় একটি লেডিস ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। রেললাইনের ধারে কাজ করার সময় রেলকর্মীরাই ব্যাগটি দেখতে পান। সাধারণ ব্যাগ হবে ভেবে বিষয়টিকে গুরুত্ব দেননি তাঁরা।
ব্যাগটি নিয়ে রেললাইনের ধারে ছুঁড়ে ফেলেন রেলকর্মীরা। সঙ্গে সঙ্গে বিকট শব্দে কেঁপে ওঠে রেললাইন। সেই সময় ঘটনাস্থলে কোনও ট্রেন বা মানুষ না থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটি জিআরপি এবং ভাটপাড়া থানার পুলিস। পুলিস জানায়, লেডিস ব্যাগে মোট ৩টি বোমা রাখা ছিল। দুটি বোমা ফেটে যায় এবং একটি তাজা বোমা উদ্ধার করা হয়। তবে কী উদ্দেশে বোমা রাখা হয়েছিল, কোনও নাশকতার ছক চলছিল কি না, তদন্তে নেমেছে পুলিস।
আরও পড়ুন: Asansol BJP: আসানসোলে বিজেপির নাট্যকর্মীদের পুলিসি হেনস্তার অভিযোগ, মাঝরাতে ঘটনাস্থলে অগ্নিমিত্রা
জগদ্দল, কাঁকিনাড়া, শ্যামনগর প্রভৃতি এলাকায় বোমাবাজি, মারামারি, রাজনৈতিক সংঘর্ষ এখন প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি নেতা অর্জুন সিং-এর জয়ের পর থেকেই ব্যারাকপুর মহকুমার ওইসব তল্লাটে রাজনৈতিক হাঙ্গামা বেড়ে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। খুনজখমের একাধিক ঘটনা ঘটেছে ওইসব এলাকায় গত আড়াই বছরে। তাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষ চলে। স্থানীয় বাসিন্দারা এখন রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটান। এদিনের বোমা বিস্ফোরণের পর ফের আতঙ্ক ছড়িয়েছে ওই তল্লাটে।