নয়াদিল্লি: ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে। একইসঙ্গে দুটি জায়গায় আগুন লাগার খবর পাওয়া যায়। শনিবার সকালেই নয়াদিল্লির আজাদ মার্কেটে আগুন লাগার কিছুক্ষণ পরই দ্বিতীয় অগ্নিকাণ্ড ঘটে আনন্দ পর্বত ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে ছয় দমকলকর্মী-সহ নয়জন জখম হন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লাগে আনন্দ পর্বত ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। সেখান থেকে পরপর তিনটি বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গেলে ফের মার্কেটের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। তাতে ছয় দমকল কর্মী-সহ মোট নয়জন জখম হন। যদিও অন্য একটি সূত্রের দাবি, বাজারের ভিতর কোনও বিদ্যুতের খুঁটি বা অন্য কিছু থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লাগে।
দমকল জানায়, দুটি ক্ষেত্রেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনও মেলেনি।
আরও পড়ুন: Seer Rape Threat: তিনি অনুতপ্ত-ক্ষমাপ্রার্থী, ঢোক গিললেন ধর্ষণের নিদান দেওয়া সন্ত বজরং