গরমকালে ত্বকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় চুলও। প্রচণ্ড রোদে শুধু যে চুলের শাইন নষ্ট হয় তা নয় চুল রুক্ষ হয়ে একেবারে প্রাণহীন দেখায়। তাই চুল ছোট হোক বা বড় গরমকাল এলেই চুলের স্বাস্থ্য নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে সকলের। এই ক্ষেত্রে চুলের হারানো সৌন্দর্য ফিরে পেতে চুলের পরিচর্যায় বাজার থেকে কেনা সামগ্রী ব্যবহার করেন কিংবা পার্লারে বা সালোঁতে ছোটেন। বাজার থেকে কেনা কড়া রাসায়নিকের ব্যবহারে ক্ষণিকের স্বস্তি মিললেও চুলের স্বাস্থ্য ভাল হওয়ার বদলে উলটে খারাপ হয়। আর দু’ক্ষেত্রেই অকারণে পকেটও পোড়ে এদিকে বিশেষ লাভও হয় না। বরং এর বদলে চুলের স্বাস্থ্য ফেরাতে বাড়িতেই প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করে নিন এই হেয়ার মাস্ক। চুলের জেল্লা বাড়বে। হারানো সৌন্দর্য ফিরে আসবে।
হেয়ার মাস্ক তৈরি করতে লাগবে-
উপকরণ
বানানোর বিধি
(ছবি সৌ: cleveland clinic health essentials)