কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আবারও কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রের জেল হেফাজত। শুক্রবার বিনয় মিশ্রকে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে তোলা হলে তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এর আগে দিল্লি থেকে বিকাশ মিশ্রকে ইডি গ্রেফতার করে। জেলা হেফাজত হয় তাঁর৷ পরে তিহার জেল থেকে নিজেদের হেফজতে নেয় সিবিআই৷ কিন্তু, অসুস্থতার কারণে বিকাশের আইনজীবী অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন৷ নিয়ম অনুযায়ী হাজিরা ও তদন্তে সহযোগিতা করার শর্তে তাঁকে জামিন দেয় আদালত৷ কিন্তু, তদন্তে সহযোগিতা তো দূর, অসুস্থতার কারণে বিকাশ হাজিরা দিতে পারছিলেন না।
আর সেই কারণেই গত ৯ ডিসেম্বর ২০২১ কয়লা কাণ্ডের (Coal Scam) অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে আবারও গ্রেফতার করে সিবিআই (CBI) ৷ বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল৷
আরও পড়ুন- School Service Commission: এসএসসির সব মামলা সোমবার শুনবে হাইকোর্টের নতুন বেঞ্চ
এরপর বিকাশ মিশ্রের ৯১ দিনের জেল হেফাজতের মেয়াদ পূর্ণ হলে ৮ মার্চ তাঁর জামিনের আবেদন করা হয়। সেই জামিনের আবেদনও খারিজ করে দেয় আদালত। তারপর জেল হেফাজতেই ছিলেন তিনি। শুক্রবার আরও একবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। এদিন আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত।