শরীরের নানান সমস্যার সমাধানের পাশাপাশি রূপচর্চাতেও সমান কার্যকরী সন্ধক লবণ। তা ত্বকের মৃত কোষ সরানোই হোক কিংবা চুলের স্বাস্থ্য ভাল করা , সব ক্ষেত্রেই সন্ধক লবণের উপকারিতায় আপনাকে মুগ্ধ করবে।
এক্সফোলিয়েটর হিসেবে দারুন ভাল কাজ করে এপসম সল্ট। বাথ অয়েল বা অলিভ অয়েলের সঙ্গে এক মুঠো এপসম সল্ট বা সন্ধক লবণ মিশিয়ে গায়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। স্নানের পরে দেখবেন ত্বক নরম ও মসৃণ হয়ে গেছে।
এক্সফোলিয়েশনের পাশাপাশি ত্বক পরিষ্কারের কাজও ভাল করে এপসম সল্ট। ময়শ্চারাইজিং ক্রিমের সঙ্গে এক চা চামচ এপসম সল্ট মিশিয়ে মুখে আলতো হাতে মুখে ডলে জল দিয়ে ধুয়ে নিন। ত্বকের আভা দেখে চমকে যাবেন আপনিও।
আধ কাপ গরম জলে ১ চা চামচ এপসম সল্ট ও ৩ ফোঁটা আয়োডিন মেশান। এবার এই সলিউশনে তুলো ভিজিয়ে ত্বকের যে অংশে ব্ল্যাকহেড রয়েছে সেখানে লাগিয়ে নিন। এই মিশ্রণ লাগানোর ফলে রোমকূপের মুখে খুলে যাবে এবং ব্ল্যাকহেড পরিষ্কার হয়ে যাবে।
চুল পড়া সহ একাধিক কারণে পাতলা হয়ে যায় মাথার চুল। প্রভাব পড়ে চেহারায়ও। তবে এই নিয়ে আর মনমরা না থেকে বরং এপসম সল্টকে কাজে লাগান। একটি পাত্রে সমান পরিমাণে এপসম সল্ট ও ডিপ কন্ডিশনার মিশিয়ে হালকা গরম করে নিন। এবার এই মিশ্রণ মাথায় লাগিয়ে ২০ মিনিট রেখে ভাল করে ধুয়ে নিন। প্রথমবারের ব্যবহারেই ভাল ফল পাবেন।