শীতকালের শুষ্ক আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত চুলের পরিচর্চা শেষ হতে না হতেই প্রচণ্ড গরমে আবার কেমন যেন জৌলুসহীন হয়ে পড়ছে চুল। কম বেশি চুলের এই সমস্যা সকলের। একদিকে এই গরম তার ওপর আবার পরিবেশ দূষণের কারণে ফ্রিজি হেয়ার, মাথার ত্বক ঘেমে চ্যাটচ্যাটে হয়ে যাওয়া, কড়া রোদে ক্ষতিগ্রস্ত চুল ঝরে পড়ার মতো হাজার একটা সমস্যা দেখা যায় এই গরমকালে। তবে চিন্তা নেই ত্বকের সব সমস্যা সমাধান করার পাশাপাশি চুলের সৌন্দর্য বাড়িয়ে তুলতে এই হায়ালিউরোনিক অ্যাসিডের জবাব নেই।
তাই এই গরমে চুলের স্বাস্থ্য ধরে রাখতে হায়ালিউরোনিক অ্যাসিড যুক্ত প্রসাধন সামগ্রী ব্যবহার করুন। হায়ালিউরোনিক অ্যাসিড চুলের ও মাথার ত্বকের বাড়তি ময়শ্চার শুষে নেয়। তবে চুল ও মাথার ত্বক শুষ্ক করে না। চুলের ও মাথার ত্বকের নিজস্ব আর্দ্রতা যেটা আগে থেকেই চুলে আছে তা ধরে রাখে। গরমকালে এক্সট্রিম হিউমিডিটি অনেক সময় চুলকে শুকনো করে দেয়। এর ফলে চুল ফ্রিজি হয়ে যায়। হায়ালিউরোনিক অ্যাসিড চুলের কিউটিক্যালকে এমন ভাবে সিল করে দেয় যে এতে বাড়তি আর্দ্রতা কিউটিক্যালে ঢুকতে পারে না। এর ফলে চুলের স্বাস্থ্য ভাল থাকে।
শরীরের কোলাজেন উত্পাদনের পরিমাণ ঠিক থাকলে মাথার ত্বক ও চুলে পর্যাপ্ত আর্দ্রতা বজায় থাকে এবং চুল ভাল থাকে। তবে কোনও কারণে যদি কোলাজেনের উত্পাদন কমে যায় এবং চুলের গোছ হালকা হয়ে যায় সেই চুলে হায়ালিউরোনিক অ্যাসিড ব্যবহার করলে ভাল ফল পাবেন। এটা শুষ্ক চুলে প্রয়োজনীয় আর্দ্রতার জোগান দিয়ে চুলের জৌলুস বাড়িয়ে তোলে।
চুল সবসময় ঘণ ও নরম ও চুলের স্বাস্থ্য ভাল রাখতে এই হায়ালিউরোনিক অ্যাসিড ভীষণ কার্যকরী।
হায়ালিউরোনিক অ্যাসিডের উপকার পেতে এটা ভেজা চুলে লাগিয়ে নিন। ভেজা চুল এই অ্যাসিড দারুণ ভাল কাজ করে।
(ছবি সৌজন্য: Unsplash)