বাড়ির কাজ করেছিলেন এক মহিলা। আচমকাই বাড়ির ভেতরে ঢুকে পড়ে এক হনুমান। তারপর ওই বৃদ্ধাকে সজোরে লাথি মেরে পালিয়ে গেল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিদ্যাবতী এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালবেলা আচমকা হনুমানটি এসে ওই বৃদ্ধাকে লাথি মেরে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বাড়ির উঠোনে লুটিয়ে পড়েন বৃদ্ধা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যায়। বৃদ্ধার নাম গায়ত্রী পাণ। ৬৯ বছরের ওই বৃদ্ধা এখন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন।
ইতিমধ্যেই এলাকায় হনুমানের তান্ডব রুখতে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আহত বৃদ্ধার পরিবার। খবর জানানো হয়েছে দুর্গাপুরের বনদপ্তরেও।